×

বিনোদন

বঙ্গবন্ধুর চরিত্রে বাংলাদেশি অভিনেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৮, ০৪:৩৬ পিএম

বঙ্গবন্ধুর চরিত্রে বাংলাদেশি অভিনেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ভারতের শ্যাম বেনেগালকে দায়িত্ব দেয়া হয়েছে সিনেমাটি পরিচালনার জন্য। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালক শ্যাম বেনেগাল স¤প্রতি বিবিসিকে এ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেন, শেখ মুজিবের চরিত্রে বাংলাদেশের কোনো অভিনেতাকেই তিনি নিতে চান। এ জন্য ‘সরু ও রোগা চেহারা’র একজনকে খুঁজছেন তিনি। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আগেই সিনেমাটির নির্মাণ কাজ শেষ করা হবে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে গবেষণা শুরু করেছেন শ্যাম বেনেগাল। ছবিটি বানানোর জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত এবং ছবির নাম ভ‚মিকায় কে অভিনয় করবেন তা নিয়েও তিনি ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। বেনেগাল বলেন, শেখ মুজিবের চরিত্রে বাংলাদেশি অভিনেতা খোঁজার আর একটা কারণ মূল ছবিটা হবে বাংলা ভাষায়। পরিচালক চান মূল অভিনেতার নিজের কণ্ঠস্বরই সেখানে ব্যবহার করতে। চেহারা একটু রোগা হলেও মুজিবের জলদগম্ভীর কণ্ঠস্বর বা ব্যারিটোন ভয়েসটাও থাকতে হবে। অভিনেতা নির্বাচনে সেটাই প্রধান চাবিকাঠি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App