×

বিনোদন

ব্যস্ত চঞ্চল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৪৬ পিএম

ব্যস্ত চঞ্চল
খেলা নিয়ে বেশ উচ্ছ্বসিত থাকেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন এই তারকা। ক্রিকেটার মাশরাফিকে উদ্দেশ্য করে ফেসবুকে লিখেছেন, ‘দেশপ্রেম তার কাছে সবচেয়ে বড়। সে খেলে দেশের জন্য। স্যালুট মাশরাফি। সব ক্ষেত্রে এমন দেশপ্রেমিক মানুষ চাই।’ আর কর্মজীবনে চঞ্চলের পুরোটা জুড়ে রয়েছে অভিনয়। একের পর এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে নিজের আসনটিকে বেশ শক্ত করে নিচ্ছেন এই তারকা। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রে চঞ্চলের অভিনয় যেমন এখনো দর্শকের হৃদয়ে নাড়া দেয়। তেমনি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকের উচ্ছ্বসিত ভালোবাসা। এবার চঞ্চল চৌধুরী আসছেন নতুন চলচ্চিত্র ‘দেবী’ নিয়ে। এবারো ভিন্নধর্মী চরিত্র। প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র ‘মিসির আলী’ চরিত্রে দেখা যাবে তাকে। জয়া আহসানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। মুক্তির আগে এই ছবিটির প্রচারণায় অংশ নিচ্ছেন চঞ্চল। গত শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে হাজির হন তিনি। তার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেবী টিমের সঙ্গে হাজির হয়েছিলেন চঞ্চল। এই অভিনেতা বলেন, ‘মিসির আলী চরিত্রটি অনেকেরই মনের মধ্যে গেঁথে আছে। এমন একটি চরিত্রে অভিনয় করা ভীষণ কঠিন। আমরা চেষ্টা করেছি। এখন দর্শকের জন্য সিনেমা হলে অপেক্ষা করবা। দর্শকের প্রতিক্রিয়া পাবার অপেক্ষায় রয়েছি।’ এদিকে চলতি সপ্তাহেই দুই বছরের জন্য টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চঞ্চল। এই প্রতিষ্ঠানের আটটি বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। এরই মধ্যে চারটি বিজ্ঞাপনের কাজ শেষ হয়েছে। শিগগিরই বাকি চারটির কাজ শেষ করবেন বলে জানান চঞ্চল। বিজ্ঞাপনগুলো নির্মাণ করছেন তানভির। আগামী মাসের প্রথম দিন থেকে এসব বিজ্ঞাপন প্রচারে আসবে। চঞ্চল চৌধুরী বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ভিন্ন ভিন্ন আটটি বিজ্ঞাপনে আটটি চরিত্রে আমাকে দেখা যাবে। এর আগে কখনো একসঙ্গে এতগুলো বিজ্ঞাপনে কাজ করিনি। ’ সিনেমায় অভিনয় করলেও টেলিভিশন নাটক থেকে দূরে সরে যাননি তিনি। এই অভিনেতা এখন বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করছেন। তার হাতে রয়েছে অনিমেষ আইচের ‘জোসনাময়ী’ ও মাসুদ সেজানের ‘ডুগডুগি’ এবং ‘খেলোয়াড়’ শিরোনামের ধারাবাহিকগুলো। অনিমেষ আইচের ‘জোসনাময়ী’ ধারাবাহিকটি নির্মাণ হচ্ছে নাগরিক টিভির জন্য। বর্তমানে এটির দ্বিতীয় লটের কাজ করছেন বলে জানান তিনি। এ ছাড়া বেশ কিছু খন্ড নাটকেও অভিনয় করছেন তিনি। ছোট পর্দা কিংবা বড় পর্দায় ব্যস্ত থাকলেও থিয়েটারে এখন খুব একটা নিয়মিত নন চঞ্চল। অথচ এই অভিনেতার অভিনয় শুরু দেশের অন্যতম নাট্য সংগঠন আরণ্যকের সদস্য হিসেবে। আরণ্যক নাট্যদলের সঙ্গে যোগাযোগ রয়েছে, কিন্তু দলটির কোনো নাটকে এখন আর অভিনয় করতে দেখা যায় না তাকে। গত ২৭ সেপ্টেম্বর আরণ্যক মঞ্চস্থ করে ‘সঙক্রান্তি’ নাটকটি। এই নাটকটিতে নিয়মিত অভিনয় করতেন চঞ্চল। ছয় বছর পর নাটকটি নতুন করে মঞ্চে আসলেও সেখানে চঞ্চল অভিনয় করেননি। আরণ্যকের ‘রাঢ়াঙ’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করলেও বিগত বেশ কয়েকটি প্রদর্শনীতে নাটকটিতে অভিনয় করেননি চঞ্চল। কিছুদিন আগেই নাটকটির ১৮০টি প্রদর্শনী সম্পন্ন হয়েছে। চঞ্চল বলেন, ‘এখন ব্যস্ততার জন্যই থিয়েটারে সময় দেয়া হয় না। তবে থিয়েটার মানুষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। মঞ্চে অভিনয় করা হচ্ছে না।’ পর্দায় অভিনয় নিয়েই এখন ব্যস্ত আছেন চঞ্চল। একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App