×

বিনোদন

অন্যরূপে অপি করিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৩৩ পিএম

অন্যরূপে অপি করিম
অভিনেত্রী হিসেবেই তাকে সবাই চেনেন। স¤প্রতি মঞ্চ নাটকের সেট ডিজাইনার হিসেবেও প্রশংসিত হয়েছেন। এ ছাড়া মোবাইল ফোনে শখের বশে ফটোগ্রাফিও করে থাকেন। অভিনেত্রী-সেট ডিজাইনার অপি করিমকে নিয়েই সাজানো হলো এই প্রতিবেদন
টেলিভিশন, সিনেমায় অভিনয় করে পেয়েছেন তারকাখ্যাতি। আর মঞ্চে অভিনয় করে প্রশংসিত হয়েছেন রবীন্দ্রনাথের লেখা ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রে। পরবর্তী সময়ে নাগরিকের প্রযোজনায় ‘অপেক্ষমাণ’, নাম গোত্রহীন ‘মান্টোর মেয়েরা’ নাটকে অভিনয় করে নাটক পাড়ায় ছুঁয়েছেন দর্শকের হৃদয়। তিনি অপি করিম। এই অভিনেত্রী এখন দেশের অন্যতম নাট্য সংগঠন নাগরিক নাট্য স¤প্রদায়ের সদস্য হিসেবে নিয়মিত যুক্ত আছেন মঞ্চ নাটকে। পাশাপাশি শিক্ষকতা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অভিনেত্রী অপি করিমের আরো একাধিক পরিচয় রয়েছে। নাগরিক নাট্য স¤প্রদায়ের সা¤প্রতিক দুটো প্রযোজনার সেট ডিজাইন করেছেন তিনি। কিছুদিন আগেই প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন নাটক মঞ্চে এনেছে নাগরিক। সারা যাকেরের নির্দেশনায় ‘ওপেন কাপল’ নাটকটি এখন নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। এই নাটকটির সেট ডিজাইন করেছেন অপি। এদিকে ২০ বছর পর নবরূপে মঞ্চে এসেছে নাগরিকের প্রযোজনা ‘গ্যালিলিও’। আশির দশকের সাড়া জাগানো এই নাটকটি সবশেষ ১৯৯৮ সালে মঞ্চস্থ হয়। তখন এটি নির্দেশনা দিয়েছিলেন আতাউর রহমান। দুই দশক পর নাটকটিকে নবরূপে নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। গতকাল শুক্রবার মহিলা সমিতি মঞ্চে নাটকটির নবরূপে উদ্বোধনী মঞ্চায়ন হয়। এতে অভিনয় করছেন আলী যাকের, আসাদুজ্জামান নূর, কাওসার চৌধুরী, ফারুক আহমেদ, পান্থ শাহরিয়ারসহ অনেকে। ‘গ্যালিলিও’ নাটকের সেট ডিজাইন করেছেন অপি করিম। সেট ডিজাইনার অপি করিমের আরেকটি পরিচয়ও পাওয়া গেল। তিনি ভালো ফটোগ্রাফার। ‘গ্যালিলিও’ নাটকের কারিগরি প্রদর্শনীর কিছু ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন নির্দেশক পান্থ শাহরিয়ার। সেখানে কমেন্ট করে অপি করিম লিখেছেন, ‘বাহ, সাধারণ মুঠোফোন দিয়ে ভালোই তো ছবি তুললাম। ইস! কেন যে আমার একটা ঠিকঠাক ডিএসএলআর নেই।’ নির্দেশক পান্থ শাহরিয়ার জানান, অপি করিম ভালো ছবিও তোলেন। নাটকের কারিগরি প্রদর্শনীর কিছু ছবি নিজের মোবাইল ফোনে ধারণ করেছেন। সেগুলোই ফেসবুকে প্রকাশ করেছেন পান্থ শাহরিয়ার। সেট ডিজাইন কিংবা ফটোগ্রাফার অপি করিমের মূল জায়গা আসলে অভিনয়। চলতি মাসেই আতাউর রহমানের সঙ্গে নতুন একটি নাটকে মঞ্চে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। নাটকের নাম ‘ডিয়ার লায়ার’। নাটকটিতে আতাউর রহমান অভিনয় করবেন জর্জ বার্নার্ড শ চরিত্রে এবং অপি করিম হবেন ব্রিটিশ অভিনেত্রী প্যাট্রিক ক্যাম্পবেল স্টেলা। নাটকটি মঞ্চে নিয়ে আসছে নাট্যম রেপার্টরি। এটি দলটির ষষ্ঠ প্রযোজনা। মার্কিন লেখক জেরোম টিমোথি কিল্টির মূল লেখা থেকে বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটির নির্দেশনা দিচ্ছেন আইরিন পারভিন লোপা। গত ২৭ সেপ্টেম্বর ‘ডিয়ার লায়ার’ নাটকের কারিগরি প্রদর্শনী হয়েছে। আগামী ১৮ অক্টোবর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। পরদিন একই মঞ্চে নাটকটির আরো দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App