×

জাতীয়

ডিজিটাল আইন সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করবে না: আইনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ০৯:২২ পিএম

ডিজিটাল আইন সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করবে না: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হলে এই আইনেই তার রক্ষাকবচ আছে। আওয়ামী লীগ সরকার এই আইনের অপব্যবহার করবে না। ভবিষ্যতে যাতে এই আইনের কেউ অপব্যবহার করতে না পারে, এ রকম রক্ষাকবচ এই আইনেই আছে। আইনের রক্ষাকবচ নিয়ে পরে ব্যাখ্যা করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা অথবা সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করার জন্য নয়। এই আইনে এমন কোনো বিধান নাই যে, এতে অনুসন্ধানী সাংবাদিকতা বা ফ্রিডম অব প্রেস ব্যাহত হবে। কাজেই এ আইনে অনুসন্ধানী সাংবাদিকতা ব্যাহত হবে না। এর আগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ১২তলা বিশিষ্ট পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন প্রকল্পটির ৮তলা পর্যন্ত উদ্বোধন করেন আইনমন্ত্রী। পঞ্চগড় জেলা ও দায়রা জজ আবু মনসুর মো. জিয়উল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহামেদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App