×

খেলা

ক্রিকেটে দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর শরণাপন্ন আইসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:০৬ পিএম

ক্রিকেটে দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর শরণাপন্ন আইসিসি
শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতি নিয়ে গুরুতর অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারেই খতিয়ে দেখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি’র দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ধারাবাহিক ভাবে তদন্ত এগিয়ে চলেছে। চূড়ান্ত কোনও রিপোর্ট না পাওয়ার আগে এবিষয়ে কিছু মন্তব্য করা সম্ভব নয়।’ মার্শাল আরও জানিয়েছেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, সেদেশের প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এবিষয়ে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে চলেছে আইসিসি। দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজারের কথায়, সেদেশের সরকার এবং ক্রীড়ামন্ত্রীর অনুরোধেই দুর্নীতির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে আইসিসি’র দুর্নীতি দমন শাখা। যথাসময়েই আসল সত্য উদঘাটন হবে।’ ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচে দুর্নীতি ঘিরে কয়েকমাস আগে উত্তাল হয় শ্রীলঙ্কার ক্রিকেট। বিশ্বের সামনে দেশের ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল করতে তৎপর হয়ে ওঠে সেদেশের প্রশাসন। দুর্নীতি সংক্রান্ত যাবতীয় ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয় আইসিসি দুর্নীতি দমন শাখার হাতে। তার পরিপ্রেক্ষিতেই দ্বীপ রাষ্ট্রে ক্রিকেটীয় দুর্নীতির বিষয়ে পুর্ণাঙ্গ তদন্তে নেমেছে আইসিসি। এরইমধ্যে ৫টি একদিনের ম্যাচ, একটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছে ইংল্যান্ড দল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও আইসিসি’র সঙ্গে এই দুর্নীতি দমনে সহযোগীতা করছে বলে জানা গিয়েছে। তবে তদন্তের ঘটনা ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরে কোন প্রভাব ফেলবে না বলেই জানিয়েছেন আইসিসি’র দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল। আগামি ১০ অক্টোবর ডাম্বুলায় প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড। এশিয়া কাপের পর একদিনের অধিনায়ক পদে অ্যাঞ্জেলো ম্যাথিউজের স্থলাভিষিক্ত হয়েছেন দীনেশ চাঁদিমল। তার নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে নামবে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App