×

তথ্যপ্রযুক্তি

অরোসের নতুন পাওয়ার সাপ্লাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ০৫:০২ পিএম

অরোসের নতুন পাওয়ার সাপ্লাই
বিশ্ববিখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা গিগাবাইট দেশের বাজারে নিয়ে এসেছে নিজেদের নতুন পাওয়ার সাপ্লাই। এটির মডেল ‘পিএসইউটি’ মডুলার পিএসইউ । নতুন এই পাওয়ার সাপ্লাইতে ডিট্যাচ্যাবল ক্যাবলের সুবিধাও রয়েছে। পিএসইউটির তারগুলো কালো রঙ্গে সজ্জিত। ক্যাবলগুলো খুব শক্ত হওয়ায় অতিসহজে ছিড়ে যাওয়ার সম্ভাবনাও নেই। এতে করে আপনার পিসি বিল্ডিং অনেকটাই সহজ হয়ে যায়। গিগাবাইট পিএইটফাইভজিরোবি পিএসইউ’তে ক্যাপাসিটর হিসেবে ব্যবহৃত হয়েছে সকলের সুপরিচিত জাপানিজ ক্যাপাসিটর। যা আপনার প্রোডাক্টের ডিউরাবিলিটি ও লং লাইফ নিশ্চিত করবে। গিগাবাইট এই পাওয়ার সাপ্লাইতে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে। উল্লেখ্য পিএসইউটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ফুলি মডিউলার ডিজাইনের তৈরি। আপনি চাইলে আপনার মন মত ব্যবহার করতে পারবেন এতে ক্যাবল ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। সিম্পল এবং ইজি কনফিগারেশন, ভাল বিল্ড কোয়ালিটি রয়েছে এটিতে। এটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজি। এর বাজারমূল্য ধরা হয়েছে ১২ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App