×

বিনোদন

অজানা করণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ০৩:১৯ পিএম

অজানা করণ
করণ জোহর ভারতের খ্যাতিমান পরিচালক, চিত্রনাট্যকার, টিভি ব্যক্তিত্ব, প্রোডিউসার এবং পোশাক ডিজাইনার। তিনি বিখ্যাত প্রযোজক যশ জোহরের পুত্র। এই পরিচালক সম্পর্কে মজার কিছু বিষয়
তিনি ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা যিনি ৩০ সেপ্টেম্বর ২০০৬ সালে পোল্যান্ডের ওয়ারসোতে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিচারক ছিলেন। ‘বোম্বে ভেলভেট’ চলচ্চিত্রে কায়জাদ খাম্বাট্টা চরিত্রে অভিনয় করার জন্য তিনি মাত্র ১১ রুপি পারিশ্রমিক নেন। ২০০৭ সালে তিনি জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম কর্তৃক বিশ্বের ২৫০ জন ‘ইয়ং লিডার’দের মধ্য থেকে ১ জন নির্বাচিত হন। তার বাবা যশ জোহর তাকে একজন অভিনেতা হিসেবে দেখতে চেয়েছিলেন। ‘ধর্ম প্রোডাকশন’ ব্যানারে তাকে নিয়ে কাজ শুরু করতে চেয়েছিলেন। ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে জোহর বলিউডে নির্মাতা হিসেবে তার কারিয়ারের শুভযাত্রা করেন। এই সিনেমার মাধ্যমে তিনি ত্রিপাক্ষিক ভালোবাসাকে হিন্দি সিনেমা জগতে এক নতুন আঙ্গিকে উপস্থাপন করেন। তার দ্বিতীয় ব্লকবাস্টার সিনেমা ছিল কাভি খুশি কাভি গম। এই চলচ্চিত্রে তিনি একই সঙ্গে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃতিক রোশনকে নিয়ে কাজ করেছেন। জোহরের সিনেমাগুলোর নাম সাধারণত ইংরেজি বর্ণ ‘ক’ দিয়ে শুরু হয়। কেননা করণ জোহর নিউমেরোলজিতে বিশ্বাসী। কিন্তু বর্তমানে তিনি এই বিশ্বাস থেকে অনেক দূরে সরে এসেছেন। করণ জোহর আজ অবধি অবিবাহিত। কিন্তু তিনি সারোগেসির সাহায্যে একজন বাবা হয়েছেন। তার যমজ ছেলেমেয়ে আছে। জোহরের পুত্রের নাম তার পিতার নামানুসারে যশ এবং কন্যার নাম রুহি। এটি মূলত তার মায়ের নাম হিরুকে পুনরায় সাজিয়ে রাখা হয়েছে। করণ জোহর তার বাবার প্রযোজিত ১৯৯০ সালের সিনেমা ‘অগ্নিপথ’কে পুনকরণ করেন। ১৯৯০ সালের অগ্নিপথ সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। করণ জোহর প্রযোজিত সিনেমায় হৃতিক রোশন অভিনয় করেন। তার বাবার প্রযোজনায় অগ্নিপথ সিনেমাটি মুখ থুবড়ে পড়লেও রিমেক অগ্নিপথ সাফল্যের মুখ দেখেছিল। ‘কাভি আলভিদা না কেহনা’ সিনেমার আইডিয়াটি তার মাথায় একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় এসেছিল। সেই সময় তিনি রেস্টুরেন্টে এক জুটির বিবাহ বিচ্ছেদের ঘটনা শুনছিলেন। এই ঘটনার আলোকেই পরবর্তী সময়ে এই ব্যবসাসফল সিনেমাটি নির্মিত হয়। তিনি তার কারিয়ারে প্রথম আদিত্য চোপড়ার সঙ্গে সহায়ক নির্মাতা হিসেবে কাজ করেন বলিউডের এ যাবৎকালের অন্যতম শেষ্ঠ সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। তার বিখ্যাত ব্যবসাসফল সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ মূলত দুটি কাহিনীর সংমিশ্রণে তৈরি। সেই সময় করণ জোহরের মাথায় দুটি কাহিনী ছিল। কোনটিকে রেখে কোনটি বাদ দিবেন এটি বুঝতে না পেরে তিনি দুটি কাহিনীর সংমিশ্রণে এই সিনেমাটি নির্মাণ করেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে করণ জোহর তার আত্মজীবনী লিখেন ‘অ্যান আনস্যুটেবল বয়’। এই গ্রন্থে তিনি তার শৈশব, পিতা-মাতার অবদান, বলিউডের জন্য ভালোলাগা, আদিত্য চোপড়া, কাজল এবং শাহরুখ খানের সাথে তার বন্ধুত্বসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন। ‘বীর-জারা’ এবং ‘দিল তো পাগাল হ্যায়’ সিনেমায় শাহরুখ খানের পোশাক ডিজাইন করেন করণ জোহর। সেই সঙ্গে ‘মোহাব্বাতে’ সিনেমায় অমিতাভ বচ্চনের পোশাকের ডিজাইনও করণ জোহর করেছেন। তার জীবনের স্বপ্ন হচ্ছে তিনি ভারতের জন্য অস্কার নিয়ে আসবেন। একবার তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি সর্বদা এটি বলার রিহার্সেল করেন, ‘দিস ইজ ফর ইউ, ইন্ডিয়া।’  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App