×

খেলা

স্কুল কাবাডির ফাইনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৭ পিএম

স্কুল কাবাডির ফাইনাল
স্কুল কাবাডির ফাইনাল
ফাইনাল ম্যাচের মাধ্যমে ভাসাভী স্কুল কাবাডি টুর্নামেন্টের পর্দা নামবে আজ। বালক এবং বালিকাদের ফাইনাল ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। চ্যানেল নাইনে তা সরাসরি সম্প্রচার করা হবে। তবে এর আগে সকালে ভিন্ন ইভেন্টের চারটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়ামন্ত্রী ড. বীরেন শিকদার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়াসির আহমেদ খান। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এবং ই প্রসাদ রাও, টেকনিক্যাল ডিরেক্টর, ইন্টারন্যাশনাল কাবাডি এসোসিয়েশন। এদিকে গতকাল বালক এবং বালিকা ইভেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালকদের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে গুলশান মডেল স্কুল ৫০-৪৭ পয়েন্টে মানিকনগর মডেল হাইস্কুলকে পরাজিত করে সেরা চারে জায়গা করে নিয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ ৮০-৩১ পয়েন্টের বড় ব্যবধানে শেরেবাংলা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। মেয়েদের সেরা আটের লড়াইয়ে আজিমপুর গভ. গার্লস স্কুল ৫৪-৩১ পয়েন্টে মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউটকে হারিয়েছে। আর অন্য ম্যাচে মা মেমোরিয়াল মডেল একাডেমিকে ৭৪-১৮ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট হাইস্কুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App