×

জাতীয়

সেরা বোলার মোস্তাফিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৯ পিএম

সেরা বোলার মোস্তাফিজ
ভারতের বিপক্ষে পরপর দুবার এশিয়া কাপের ফাইনালে হেরে শিরোপা স্বাদ থেকে বঞ্চিত হলো টাইগাররা। তবে এবারের আসরের ফাইনাল ম্যাচ হারলেও ক্রিকেট বিশ্বের মন ঠিকই জয় করেছে মাশরাফি বাহিনী। আর তাদের প্রাপ্তিটাও কম নয়। তবে সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। রশিদ খান এবং কুলদ্বীপ যাদবের সঙ্গে যৌথভাবে এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে আত্মপ্রকাশের পরপরই বেশ সুনাম কুড়িয়েছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু চোটের পর থেকে শুরুর সেই মোস্তাফিজের দেখা মিলছিল না। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজের শ্রেষ্ঠত্বের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। আর এশিয়া কাপে এসে ঠিকই নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য পঞ্চাশতম ওভার, পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেয়া সেই দুই স্পেল আর সেই সঙ্গে ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে চাপের মুখেও এমন নিয়ন্ত্রণ নিয়ে বল করে যাওয়া যেন সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আর তারই ফলস্বরূপ মোস্তাফিজ হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার নেয়া দুটি উইকেট জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তার করা ম্যাজিক্যাল শেষ ওভারটি হয়তো ভুলবে না ক্রিকেট বিশ্ব। এদিনও দুটি উইকেট নেন এই বাঁহাতি টাইগার পেসার। এশিয়া কাপের ফাইনালে ওঠার জন্য অঘোষিত সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফের একবার জ¦লে ওঠেন কাটার মাস্টার। এদিন ম্যাচে ১০ ওভারে ৪৩ রানের খরচায় ২টি মেডেনসহ সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। আর ফাইনালে লো স্কোরিং ম্যাচে ভারতকে কোণঠাসা করে রেখেছিলেন তিনি। ১০ ওভার বল করে দিয়েছেন মাত্র ৩৮ রান। আর সেই সঙ্গে দুটি উইকেট লুফে নেন। এদিকে এশিয়া কাপে মোস্তাফিজের সমপরিমাণ ১০টি করে উইকেট নিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান এবং ভারতের কুলদ্বীপ যাদব। আর ৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ৭টি করে উইকেট নিয়ে সাকিবের সঙ্গে এ তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন মুজিব-উর-রহমান এবং রবীন্দ্র জাদেজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App