×

তথ্যপ্রযুক্তি

সহপ্রতিষ্ঠাতাদের ইনস্টাগ্রাম ছাড়ার নেপথ্যে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৯ পিএম

ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের সহপ্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম ও মাইক ক্রিগার প্রতিষ্ঠান ছেড়েছেন। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের সঙ্গে বিরোধের জের ধরেই তারা এমন পদক্ষেপ নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে সিএনবিসি এ তথ্য প্রকাশ করেছে। ফেসবুক সংশ্লিষ্ট একটি সূত্র সিএনবিসিকে জানিয়েছে, ইনস্টাগ্রামে জাকারবার্গের হস্তক্ষেপ বাড়ায় তা নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন সিসট্রোম ও ক্রিগার। জাকারবার্গের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে তাদের মতের অমিল হওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্লেষকদের মতে, ইনস্টাগ্রাম কীভাবে চলবে, তা নিয়ে মার্ক জাকারবার্গের সঙ্গে সিসট্রোম ও ক্রেইগারের বিরোধ ছিল। এ কারণেই তারা প্রতিষ্ঠান ছেড়ে থাকতে পারেন। সিসট্রোম ও ক্রিগার এক বিবৃতিতে জানিয়েছিলেন, ইনস্টাগ্রামের সঙ্গে আট ও ফেসবুকের সঙ্গে ছয় বছর পার করতে পেরে তারা কৃতজ্ঞ। তবে তারা ইনস্টাগ্রাম ছেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেননি। ২০১০ সালের অক্টোবরে কেভিন সিসট্রোম ও মাইক ক্রিগার মিলে ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন। ২০১২ সালের এপ্রিলে শতকোটি ডলারে ইনস্টাগ্রামকে অধিগ্রহণ করে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সে সময় অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র তিন কোটি। বর্তমানে এর সক্রিয় ব্যবহারকারী শতকোটি ছাড়িয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App