×

খেলা

ভারত ২২৭ রানে ও শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৮ পিএম

ভারত ২২৭ রানে ও শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী
যুব এশিয়া কাপে আজ রোববার বড় জয় পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ভারত ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আর শ্রীলঙ্কা ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে হংকংকে। রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে বিকেএসপিতে মুখোমুখি হয় ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ভারত প্রথম ব্যাট করতে নেমে অঞ্জুর রাওয়াত ও পাদিকালের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৫৪ রান করে। জবাবে ৩৩.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় আরব আমিরাতের যুবারা। বল হাতে ভারতের বাহাতি অর্থডক্স বোলার সিদ্ধার্থ দেশাই ৮.৫ ওভার বল করে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেন। তার আগে ব্যাট হাতে ভারতের দেবদূত পাদিকাল ১১৫ বল খেলে ১৫ চার ও ২ ছক্কায় ১২১ রান করেন। তার সঙ্গে অঞ্জু রাওয়াত ১১৫ বল খেলে ১০ চার ও ৫ ছক্কায় ১০২ রান করেন। তারা দুজন উদ্বোধনী জুটিতে ২০৫ রান তুলে ভারতের বড় সংগ্রহের ভীত গড়ে দেন। ‘বি’ গ্রুপের ম্যাচে চট্টগ্রামে মুখোমুখি হয় হংকং ও শ্রীলঙ্কা। হংকং প্রথমে ব্যাট করতে নেমে ৩৩.১ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়। ব্যাট হাতে হংকং এর গোরাওয়ারা সর্বোচ্চ ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। বল হাতে শ্রীলঙ্কার শশিকা দুলশান ১০ ওভার বল করে ৪ মেডেনসহ ১৯ রান দিয়ে ৫টি উইকেট নেন। কালানা পেরেরা ও দুলিথ ওয়েলেলাগে ২টি করে উইকেট নেন। ৫৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ভারত প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App