×

তথ্যপ্রযুক্তি

বিদায় চার আইফোনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১১ পিএম

বিদায় চার আইফোনের
২০১৫ সালের সেপ্টেম্বরে আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস উন্মোচন করেছিল অ্যাপল। অন্যদিকে ২০১৬ সালের মার্চে বিশেষ ও সাশ্রয়ী সংস্করণ হিসেবে আইফোন এসই উন্মোচন করা হয়েছিল। ডিভাইসগুলো কয়েক বছরের পুরনো হওয়ায় বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। কিন্তু আইফোন টেনের বিক্রি বন্ধের কারণ কী? অ্যাপল ইনকরপোরেশন সম্প্রতি তাদের করপোরেট কার্যালয় অ্যাপল পার্কে অনুষ্ঠিত এক সম্মেলনে নতুন তিন আইফোন উন্মোচন করেছে। ডিভাইসগুলো হলো- আইফোন এক্সআর, আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্স। একই মঞ্চে উন্মোচন করা হয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ৪। অ্যাপল ডিভাইসপ্রেমীদের জন্য হতাশার বিষয় হলো, একই দিন থেকে স্থানীয় বাজারে দশকপূর্তি সংস্করণ আইফোন টেন, আইফোন এসই, আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাসের বিক্রি বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। ডিভাইসগুলোর নাম সরিয়ে ফেলা হয়েছে অ্যাপল স্টোরের পণ্যতালিকা থেকে। শুধু কি তাই? অ্যাপল ঘড়ির পুরনো সংস্করণগুলোর বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অর্থাৎ স্টক শেষ হওয়ার পর বৈশ্বিক বাজারে ডিভাইসগুলো আর পাওয়া যাবে না। খবর বিজনেস ইনসাইডার ও গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি। ২০১৫ সালের সেপ্টেম্বরে আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস উন্মোচন করেছিল অ্যাপল। অন্যদিকে ২০১৬ সালের মার্চে বিশেষ ও সাশ্রয়ী সংস্করণ হিসেবে আইফোন এসই উন্মোচন করা হয়েছিল। ডিভাইসগুলো কয়েক বছরের পুরনো হওয়ায় বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। কিন্তু আইফোন টেনের বিক্রি বন্ধের কারণ কী? ২০১৭ সালের সেপ্টেম্বরে বেশ ঘটা করেই আইফোন টেন উন্মোচন করে অ্যাপল। আইফোন উন্মোচনের এক দশকপূর্তি উপলক্ষে ডিভাইসটি আনা হয়েছিল। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর পর আইফোন টেনে প্রথমবার নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। ডিভাইসটির মাধ্যমে পরিচয় করানো হয় নচ ডিসপ্লের, যা অ্যানড্রয়েড ডিভাইস নির্মাতারা এখন সব ধরনের বাজেট ফোনে ব্যবহার করছে। আইফোন টেন বিক্রি বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি অ্যাপল। ধারণা করা হচ্ছে, আইফোন এক্সআর, আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্সের নকশা ও মূল্য প্রায় একই হওয়ার কারণে আইফোন টেনকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের তথ্যমতে, আইফোনের দশকপূর্তি সংস্করণ নিয়ে অ্যাপলের উচ্চাকাক্সক্ষা ছিল। তবে বিক্রির দিক থেকে ডিভাইসটি প্রত্যাশা ছুঁতে পারেনি। গত এপ্রিলেই আইফোন টেন উৎপাদন বন্ধের বিষয়ে বিনিয়োগকারীদের একটি চিঠিও পাঠিয়েছিল অ্যাপল। যেখানে ডিভাইসটির বিক্রি প্রত্যাশা ছুঁতে না পারার জন্য চড়া মূল্যকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়। যদিও দশকপূর্তি সংস্করণের মাধ্যমে আইফোনের সংজ্ঞাই বদলে দেয়া হয়েছে বলে দাবি করেছিলেন সংশ্লিষ্টরা। তবে বিক্রি প্রত্যাশা ছুঁতে না পারলেও উল্লেখযোগ্য রাজস্ব সরবরাহ করেছে আইফোন টেন। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, আইফোনের চারটি মডেলকে বিদায় জানানোর পাশাপাশি কয়েকটি ডিভাইসের দাম কমিয়েছে অ্যাপল। আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস ডিভাইস দুটির ভিত্তিমূল্য যথাক্রমে ৪৪৯ এবং ৫৬৯ ডলার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাসের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫৯৯ এবং ৬৯৯ ডলার। ডিজিটাইমস রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, বরাবরের মতোই অ্যাপল ডিভাইসপ্রেমীদের মধ্যে নতুন আইফোন ঘিরে উন্মাদনা শুরু হয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগেই আইফোন এক্সআর, আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্সের বিক্রি সাড়ে আট কোটি ইউনিট ছাড়িয়ে যাবে। এর মধ্যে অর্ধেকই থাকবে নতুন তিন আইফোনের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী সংস্করণ আইফোন এক্সআর। চলতি মাসেই আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্সের সরবরাহ শুরু হলেও আইফোন এক্সআর মডেলটির সরবরাহ শুরু হয় অক্টোবরের ২৬ তারিখ থেকে। ডিজিটাইমসের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর শেষ হতে আর সাড়ে তিন মাস বাকি। এ সময়ে নতুন আইফোনের সরবরাহ সাড়ে আট কোটি ইউনিট ছাড়িয়ে যাওয়া অ্যাপলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। আইফোন এক্সআর মডেলটির যখন সরবরাহ শুরু হবে, তখন চলতি বছর শেষ হতে বাকি থাকবে আড়াই মাস। তবে এ সময়ে সাশ্রয়ী সংস্করণটির সরবরাহ চার কোটি ইউনিট ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App