×

বিনোদন

নির্মাতা ও অভিনেত্রীর যুগলবন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৭ পিএম

নির্মাতা ও অভিনেত্রীর যুগলবন্ধন
নির্মাতা ও অভিনেত্রীর যুগলবন্ধন
নির্মাতা ও অভিনেত্রীর যুগলবন্ধন
নির্মাতা ও অভিনেত্রীর যুগলবন্ধন
নির্মাতা ও অভিনেত্রীর যুগলবন্ধন
নির্মাতা ও অভিনেত্রীর যুগলবন্ধন
নির্মাতা ও অভিনেত্রীর মধ্যে বোঝাপড়ার প্রভাব পড়ে টিভি পর্দায়। দুজনের আন্তরিকতার যোগফল একটি ভালো প্রডাকশন। ইদানীং টেলিভিশন জগতে বেশ কিছু নির্মাতা-অভিনেত্রী জুটি নজর কেড়ে নিয়েছেন। পর্দায় এবং পর্দার বাইরেও আলোচনা আছে কয়েকটি জুটি নিয়ে। তাদের কথাই তুলে ধরছেন এম রহমান
শাফায়েত মনসুর রানা-অপর্ণা ঘোষ বছরখানেক ধরে যতগুলো নাটক আলোচিত হয়েছে তার মধ্যে রানা-অপর্ণার মিলিত কাজের সংখ্যা বেশ কিছু। একসঙ্গে অনেকগুলো নাটকে কাজ করা হয়ে গেছে তাদের। যার মধ্যে গেল ঈদুল আজহায় প্রচারিত সর্বাধিক প্রশংসিত নাটক ‘আমার নাম মানুষ’ও রয়েছে। এই জুটির সম্মিলিত কাজের মধ্যে রয়েছে ‘অতঃপর’, ‘সব মিথ্যে সত্য নয়’, ‘ইউ মি এন্ড বেবী’, ‘এক্সওয়াইজেড’, ‘লাইক এন্ড শেয়ার রিলোডেড’, ‘চার সপ্তাহ’, ‘আমরা ফিরবো কবে’ ইত্যাদি। ব্যক্তিজীবনে ভালো বন্ধু রানা-অপর্ণার কাছ থেকে আরো ভালো কাজের প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাবরুর রশিদ বান্নাহ-তানজিন তিশা চলতি বছর বান্নাহ-তিশা আলোচিত হয়েছেন একসঙ্গে সাতটি নাটক নির্মাণের ঘোষণা দিয়ে। ঈদের আগে এমন ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেন নির্মাতা-শিল্পী জুটি। এই একসঙ্গে এতগুলো নাটক নির্মাণের প্রয়াস দেখেই বোঝা যায় দুজনের মধ্যে বোঝাপড়া দারুণ অবস্থানে। বান্নাহ-তিশার যৌথ অংশগ্রহণে ‘লালাই’ নাটকটি গেল ঈদের অন্যতম আলোচিত কাজ বলে স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া নানা সময়ে প্রচারিত দুজনের কাজের মধ্যে উল্লেখ করা যেতে পারে ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’, ‘কুরিয়ার সার্ভিস’, ‘হোমটিউটর’, ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা’, ‘বোধ’, ‘বোন’, ‘ছাত্র’ ইত্যাদি। জানানো যেতে পারে যে, তিশার প্রথম নাটক ‘জীবনে’র নির্মাতা ছিলেন বান্নাহ। মিজানুর রহমান আরিয়ান-মেহজাবীন সংখ্যাতত্তে¡র বিচারে নয়, জনপ্রিয়তার বিচারে এখন বিবেচনায় রয়েছেন আরিয়ান-মেহজাবীন। ‘বড় ছেলে’ নাটকটি অভিনেত্রী হিসেবে মেহজাবীনের ক্যারিয়ারে এক বড় সংযোজন। এই নাটকের নির্মাতা আরিয়ানের সঙ্গে মেহজাবীনের বোঝাপড়া ধীরে ধীরে বাড়ছে। দর্শকরা প্রত্যাশা করেন, আরিয়ানের নাটকে মেহজাবীনের উপস্থিতি। মেহজাবীন অভিনীত আরিয়ান পরিচালিত নাটকের মধ্যে উল্লেখ না করলেই নয়, এমন নাটকের মধ্যে রয়েছে ‘বুকের বাঁ পাশে’, ‘ঘুরে দাঁড়ানোর গল্প’ এবং ‘ব্যাচ নং ২৭’। অনিমেষ আইচ-ভাবনা অনস্ক্রিন বলুন, অফস্ক্রিনই বলুন টিভি মিডিয়ায় এখন অনিমেষ-ভাবনার সম্পর্কের চর্চা ভীষণ। ব্যক্তিজীবনে দুজনের প্রেম-গুঞ্জনে শোবিজ মাতোয়ারা। আবার পর্দায় দুজনের মিলিত কাজের সংখ্যা ভ‚রি ভ‚রি। শর্টফিল্ম, ফিচার ফিল্ম, টেলিফিল্ম আর নাটক মিলিয়ে তাদের কাজের সংখ্যা শতাধিক। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘আহা কী সুন্দর’, ‘শব্দভূষণ’, ‘শুকনো ফুল’, ‘নির্বাসন’, ‘বুবুন যাবে শশুরবাড়ি সঙ্গে যাবে কে’, ‘আঙুরবালা’ ইত্যাদি। ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘দাদার দেশের জামাই’, ‘জোছনাময়ী’ ইত্যাদি। সিনেমা ‘ভয়ংকর সুন্দর’ ও শর্টফিল্ম ‘বরষা’র কথাও বলতে হয়। Image result for সুমন আনোয়ার-মৌসুমী হামিদ সুমন আনোয়ার-মৌসুমী হামিদ সুমন-মৌসুমী পর্দায় যতখানি আলোচিত, ততখানি আলোচিত পর্দার বাইরেও। এই দুজনের সম্পর্কের গুঞ্জন রয়েছে শোবিজে। ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক না কেন, টিভিজুড়ে তাদের উপস্থিতি বলে দিচ্ছে, দুজনের বোঝাপড়া দুর্দূান্ত রকমের। তারা প্রচুর কাজ করেছেন একসঙ্গে। অনিমেষ-ভাবনার উল্লেখযোগ্য কাজের মধ্যে বলা যেতে পারে ‘যুদ্ধের নাটক নাটকের যুদ্ধ’, ‘গোলাপজান’, ‘লাইলী মজনুর ঈদ’, ‘বাঁদাবন’, ‘আশার আলো’, ‘জুনিয়ার আর্টিস্ট লতিফ’, ধারাবাহিক ‘ইডিয়ট’ ও ‘সুখী মীরগঞ্জ’ ইত্যাদি। ইমরাউল রাফাত-তিশা তরুণ নির্মাতাদের মধ্যে ব্যস্ততার তুঙ্গে আছেন ইমরাউল রাফাত। তার সঙ্গে দারুণ একটি জুটি গড়ে উঠেছে ব্যস্ত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। দুজনের একসঙ্গে কাজের পরিমাণ খুব বেশি। বিশেষ রোমান্টিক নাটকের ক্ষেত্রে এই দুজন ঢালাও কাজের দিক থেকে দৃষ্টান্ত তৈরি করেছেন। তাদের যুথবদ্ধ অজ¯্র কাজের ভিড়ে উল্লেখ করা যাচ্ছে কয়েকটির নাম ‘অন্য এক আমি’, ‘লং লিভ বজলুল’, ‘মনের মতো মন’, ‘কিছু ভুল কিছু অভিমান’, ‘লাভলেইন’, ‘লাভ এন্ড ওয়্যার’, ‘প্রতীক্ষা’, ‘গোপনে’, ‘তোমায় ভেবে লেখা’, ‘রাঁধুনি’ ‘সুপারস্টারের সুপারওয়াইফ’ ইত্যাদি। Related image শিহাব শাহিন-মম শিহাব শাহিন ও জাকিয়া বারী মমর সম্পর্ক দীর্ঘদিনের। লুকোছাপা করা হলেও শোবিজে এই সম্পর্কের কথা এখন ওপেন সিক্রেট। ব্যক্তিগত সম্পর্কের বাইরে শিহাব-মমর নির্মাতা-অভিনেত্রী সম্পর্ক বেশ জোরদার। একসঙ্গে চলচ্চিত্র করেছেন, আর নাটক-টেলিফিল্ম করছেন লাগাতার। দুজনের কাজের মধ্যে উল্লেখ না করলেই নয় ‘এক্সফ্যাক্টর’, ‘মেনিকুইন মুমু’, ‘অসম প্রেমের গল্প’, ‘নীলপরী নীলাঞ্জনা’, ‘শেষ পর্ব’ এবং ধারাবাহিক ‘ভালোবাসার চুতষ্কোণ’ ও ‘লিপস্টিকে’র কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App