×

তথ্যপ্রযুক্তি

থার্ড পার্টি অ্যাপ উবার, টিনডার ও স্পটিফাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫২ পিএম

থার্ড পার্টি অ্যাপ উবার, টিনডার ও স্পটিফাই
পাঁচ কোটি ফেইসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি ফেইসবুকের থার্ড পার্টি অ্যাপ থেকেও তথ্য নিয়ে থাকতে পারে হ্যাকাররা। শুরুতে শুধু ফেইসবুকের কথা জানা গেলেও এখন ধারণা করা হচ্ছে, ফেইসবুক ব্যবহার করে যে অ্যাপগুলোতে ব্যবহারকারীরা লগ ইন করতেন সেগুলোও রয়েছে ঝুঁকির মুখে। এসব থার্ড পার্টি অ্যাপের মধ্যে রয়েছে উবার, টিনডার, স্পটিফাই। আসলেই এসব অ্যাপ থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে ফেইসবুক থেকে লগ ইন করে থাকলেও তথ্য বেহাত হওয়ার আশংকা রয়েছে। এখনো জানা যায়নি ইনস্টাগ্রামও হ্যাকারদের কবলে পরেছিলো কিনা। কারণ তদন্ত এখনো প্রাথমিক পর্যায় রয়েছে।নিউইয়র্ক টাইমস ফেইসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, ফেইসবুকের ‘ভিউ অ্যাজ’ সুবিধার দুর্বলতা দিয়ে এই বিশাল হ্যাকের ঘটনা ঘটিয়েছে হ্যাকাররা।ফেইসবুকের একটি প্রাইভেসি ফিচার হলো ‘ভিউ অ্যাজ’। ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা জানাতে পারেন তার প্রোফাইলের পোষ্টটি বা পেইজটি অন্য লোকজনের কাছে কেমন দেখায়। এছাড়া, ব্যবহারকারী ফেইসবুক বন্ধু, বন্ধুর বন্ধু অথবা সবার জন্য কোন কোন তথ্য উন্মুক্ত করতে চান তা এই ফিচারের মাধ্যমে নির্ধারণ করা যায়।এই ফিচারেই ত্রুটি পেয়েছে হ্যাকারা। ত্রুটিটি কাজে লাগিয়ে হ্যাকারা ফেইসবুকের অ্যাকসেস টোকেন চুরির সুযোগ মিলেছে। আর অ্যাকসেস টোকেন ব্যবহার করে ফেইসবুক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হ্যাকারদের পক্ষে।অ্যাকসেস টোকেন হলো একটি সিকিউরিটি ফিচার। ফিচারটি ব্যবহার করার মাধ্যমে ফেইসবুকে ঢুকতে প্রতিবার লগ ইন করার প্রয়োজন পড়ে না।গত মঙ্গলবার এই হ্যাকিংয়ের ঘটনা টের পায় ফেইসবুকের প্রকৌশলীরা। এর বৃহস্পতিবার রাতে নিরাপত্তা ত্রুটিটি সরায় ফেইসবুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App