×

খেলা

টাইগারদের বন্দনায় ক্রিকেটবোদ্ধারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৫ পিএম

টাইগারদের বন্দনায় ক্রিকেটবোদ্ধারা
পুঁজি মাত্র ২২২ রানের। প্রতিপক্ষ যখন ভারত তখন এই পুঁজি নিয়ে জয়ের আশা করাটাও যেন আকাশ-কুসুম কল্পনা। কেননা ভারতের ব্যাটিং যে বিশ্বসেরা। কিন্তু হাল ছাড়েনি বাংলাদেশ। যে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সে দল সহজে হার মানবে না সেটাই তো স্বাভাবিক। মামুলি টার্গেট নিয়েই নেমে পড়েন শিরোপা জয়ের মিশনে। বল হাতে জ্বলে ওঠেন টাইগার বোলাররা। বিশ্ব সেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে লড়াই করেছেন নিজেদের সেরাটা উজার করে দিয়ে। যে কারণে বাংলাদেশের করা ২২২ রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমেই হিমশিম খেতে হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। এদিন শেষদিকে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। শেষ বলে ম্যাচটি জিতে নিয়েছে রবি শাস্ত্রীর দল। সেই সঙ্গে ভারতীয়রা সপ্তমবারের মতো জিতে নিয়েছে এশিয়া কাপের শিরোপা। আর এর মধ্য দিয়ে আরো একবার এশিয়া কাপের শিরোপা জয়ের খুব কাছে গিয়ে তরী ডুবাল বাংলাদেশ। এর আগে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল টাইগাররা। দিনশেষে ভারত শিরোপা জিতেছে ঠিকই, কিন্তু বাংলাদেশ জিতে নিয়েছে অগণিত ক্রিকেট ভক্তের হৃদয়। ক্রিকেটবোদ্ধাদের মুখেও এখন কেবল বাংলাদেশের বন্দনা। শুধু ক্রিকেটবোদ্ধারাই নন, টাইগারদের প্রশংসায় মেতেছে বিশ্ব মিডিয়াও। এবারের এশিয়া কাপে খেলেননি ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাকে বিশ্রামে রেখেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নিয়েছে ভারত। মাঠের লড়াইয়ে উপস্থিত না থাকলেও কোহলির নজর ছিল গতকালের ফাইনাল ম্যাচের দিকে। বাংলাদেশ-ভারতের শাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি তিনি উপভোগ করেছেন টিভি সেটের সামনে বসে। ম্যাচ শেষে শিরোপা জয়ের জন্য ভারতের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি এমন লড়াকু এক ফাইনাল উপহার দেয়ার জন্য টাইগারদেরও প্রশংসা করেছেন কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক টুইটে তিনি লিখেছেন, কঠিন লড়াই উপহার দেয়ার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। গত রাতে (শুক্রবার রাতে) টানটান লড়াইয়ের পর ছেলেরা দারুণভাবে জিতেছে। এবারের এশিয়া কাপে ভাগ্য যেন প্রতিনিয়ত খেলা করেছে বাংলাদেশকে নিয়ে। চোটের কারণে শুরুতেই এশিয়া কাপ থেকে ছিটকে পড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আঙুলের ব্যথার কারণে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছিটকে পড়েন সাকিব আল হাসান। এ ছাড়া চিড় ধরা পাঁজর নিয়েই এবারের এশিয়া কাপে খেলেছেন মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত মুশফিকুর রহিম। ইনজুরিতে ছিলেন অধিনায়ক মাশরাফি নিজেও। এরপরও হাল ছেড়ে না দিয়ে লড়াই করেছে টাইগাররা। আর এর পেছনে সবচেয়ে বড় অবদান অধিনায়ক মাশরাফির। তিনিই তো উজ্জীবিত করে তোলেন পুরো দলকে। এ জন্য টাইগারদের ওয়ানডে অধিনায়কের প্রশংসায় মেতেছেন ধারাভাষ্যকার রমিজ রাজা। যে রমিজ রাজার মুখে সব সময় শোনা যায় বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা সেই রমিজ রাজাই প্রশংসা করেছেন মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের। এ বিষয়ে সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেছেন, আমার দৃষ্টিতে এশিয়া কাপের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আমি এ কারণে এটা বললাম যে, মাশরাফির কাছে সাকিব আল হাসান ছিলেন না, তামিম ইকবাল ছিলেন না। তার কাছে ছিল অর্ধেক শক্তির দল, ফাইনালের আগ পর্যন্ত টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ছিল মাত্র ১৬ রানের। এরপরও তিনি এই দলকে নিয়ে এগিয়ে এসেছেন, এই দলকে সামনে টেনেছেন এবং ফাইনালে ২২২ রানের মামুলি পুঁজি নিয়ে ভারতের মতো দলের বিপক্ষে সমানতালে লড়াই করে দেখিয়েছেন। এ ছাড়া মাশরাফির নেতৃত্বের প্রশংসা করে ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফোতে লেখা হয়েছে, মাশরাফি নেতৃত্বে থাকলে আগে থেকে কিছু ভাবা কঠিন। এবারের এশিয়া কাপে হয়তো শিরোপাটা জিততে পারেনি বাংলাদেশ, তবে প্রতিটি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটবোদ্ধার হৃদয় জয় করে নিয়েছে। তাইতো রমিজ রাজার মতো সমালোচকের মুখেও উচ্চারিত হয়েছে টাইগার অধিনায়কের প্রশংসা। এ ছাড়া বিশ্ব মিডিয়াও বাংলাদেশের লড়াকু পারফরমেন্সের বন্দনা করে সংবাদ প্রকাশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App