×

খেলা

আজ মাঠে নামছে মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৮ পিএম

আজ মাঠে নামছে মেয়েরা
ভুটানে শুক্রবার থেকে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। এটি দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে নতুন টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ভারত ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক ভুটানকে। আজ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মৌসুমী-মারিয়া মান্ডারা। ভুটানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তান ইতোমধ্যে একটি ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচেই তাদের পেতে হয়েছে হারের তিক্ত স্বাদ। তাও যেন তেন হার নয়, ১২-০ গোলের হার। বড় ব্যবধানে তাদের হারিয়েছে নেপাল। লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম ম্যাচকে সামনে রেখে এক সপ্তাহ ধরে নিজেদের প্রস্তুত করছেন। কঠোর অনুশীলনের মধ্যেই আছেন তারা। গতকাল অনুশীলনের মাধ্যমে ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। সকালে হালকা জগিং করে, এরপর তারা জিমে যায়। মেয়েরা সবাই সুস্থ আছেন। পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলতে মরিয়া তারা। মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, আমরা পাকিস্তানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। মেয়েরা স্বাভাবিক খেলা খেলতে পারলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে। এ ছাড়াও দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী বলেছেন, মাঠে আমরা নিজেদের সেরাটা দিয়ে পাকিস্তানকে হারানোর চেষ্টা করব। বরাবরই লাল-সবুজ জার্সিধারীদের কাছে পাত্তাই পায় না পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতে শুভ সূচনাই করতে চান মৌসুমী, কৃষ্ণা ও মারিয়া মান্ডারা। গত আগস্টে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের কিশোরীরা। সেই দলের অধিকাংশ খেলোয়াড় এই দলেও রয়েছেন। সুতরাং আরো একটি বড় জয়ের অপেক্ষায় বাংলাদেশের কিশোরীরা। সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। ২ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মৌসুমী-মারিয়ারা খেলবে নেপালের বিপক্ষে। ৫ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, স্বাগতিক ভুটান ও মালদ্বীপ। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা নিজেদের সরিয়ে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App