×

খেলা

ন্যু ক্যাম্পে ফের হোঁচট খেল বার্সা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫০ পিএম

ন্যু ক্যাম্পে ফের হোঁচট খেল বার্সা
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আগের ম্যাচে জিরোনার বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। এরপর লেগানেসের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি। নিজেদের এই বাজে সময় যেন পিছু ছাড়ছে না বার্সেলোনার। সবশেষ আজ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট হারিয়েছে বার্সা। চিরচেনা ন্যু ক্যাম্পে আজ শুরুতেই পিছিয়ে ছিল বার্সা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের ৪১ মিনিটে গোল হজম করে বাসে বার্সা। এ সময় অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে গোল করেন ডি মার্কোস। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিশ্রামে যায় বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা। বিশ্রাম শেষে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে বার্সা। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পেতে ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ব্লুগ্রেনা সমর্থকদের। ম্যাচের ৮৪ মিনিটে বার্সার হয়ে সমতাসূচক গোলটি করেন মুনির। কিন্তু ম্যাচের বাকি সময়ে আর ব্যবধান বাড়ানোর মতো গোল করতে পারেনি মেসি-সুয়ারেজরা। ফলে ন্যু ক্যাম্পে আবারও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে কাতালান ক্লাবটিকে। লা লিগায় এ ড্রয়ের ফলে ৭ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। তবে রাতে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ জয় পেলে বার্সাকে ছাড়িয়ে যাবে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লস ব্লাঙ্কোসরা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App