×

আন্তর্জাতিক

ইরানকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যে সামরিক জোট গড়বে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২ পিএম

ইরানকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যে সামরিক জোট গড়বে যুক্তরাষ্ট্র
ইরানকে মোকাবেলার জন্য জোট গঠন করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এজন্য মধ্যপাচ্যের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিউইয়র্কে বৈঠকও করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। জানা গেছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, মিসর এবং জর্ডানের মন্ত্রীরা ওই বৈঠকে যোগ দেন। কথিত 'আরব-ন্যাটো' গঠনের ব্যাপারে বৈঠকে আলোচনা করা হয়েছে বলে শোনা যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ইরান-বিরোধী জোট গঠন এবং হুমকি মোকাবিলায় তেহরানের বিরুদ্ধে লড়াই করার ওপর গুরুত্ব দিয়েছে। নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে 'মধ্যপ্রাচ্য কৌশলগত জোট' গঠনের ব্যাপারে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ফলপ্রসূ আলোচনা করেছেন বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। যদিও কাতার এবং সৌদি আরবের দ্বন্দ্বের কারণে উপসাগরীয় দেশগুলো মারাত্মকভাবে বিভক্ত। অনেক দেশই এ ধরনের কোনো জোটে যোগ দিতে চায় না বলেও মন্তব্য বিশেষজ্ঞদের। কাতারের পররাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান আল সানি বলেছেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের দ্বন্দ্ব শেষ না হলে যুক্তরাষ্ট্রের চাহিদামাফিক জোট গঠন সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App