×

পুরনো খবর

সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী কোনাল

Icon

অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫১ এএম

সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী কোনাল

‘তরুণ প্রতিভাবান গায়িকা’র সম্মাননা পেলেন কোনাল

সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী কোনাল
তরুণদের উন্নয়ন, অগ্রগতিকে বিশ্ব-উপযোগী করতে কাজ করছে আন্তর্জাতিক মানের সংগঠন ‘বেটার বাংলাদেশ ফাউন্ডেশন’ (বিবিএফ)। প্রতিবছর এ সংগঠন কয়েকটি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করে থাকে। এ বছর বিবিএফ থেকে ‘মোস্ট ইয়াং ট্যালেন্টেড সিঙ্গার’ (তরুণ প্রতিভাবান গায়িকা)-এর সম্মাননা পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। যদিও [caption id="attachment_84609" align="alignnone" width="800"] ‘তরুণ প্রতিভাবান গায়িকা’র সম্মাননা পেলেন কোনাল[/caption] শুরুতে নাচে আগ্রহ থাকলেও মায়ের ইচ্ছেতেই গানে আসা। পরবর্তিতে ২০০৯-এ চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজর কারেন কোনাল। গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘চ্যানেল আই-সেরাকণ্ঠ’র এই গায়িকা তার সম্মাননা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লিকেন, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. এ. খালেক, উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মেদ আল মোহাইরী, বিবিএফ-এর পরিচালক মাসুদ এ. খান প্রমুখ। গেল বছর দেশের শীর্ষ স্থানীয় ইংরেজি গণমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’ থেকে ‘মোস্ট ইয়ুথ আইকন ভার্সেটাইল সিঙ্গার’ এর সম্মাননা পেয়েছিলেন কোনাল। তবে এই প্রথম বিবিএফ থেকে ‘মোস্ট ইয়াং ট্যালেন্টেড গায়িকা’র সম্মাননা পেলেন তিনি। এ নিয়ে তার উচ্ছ্বাসের কমতি নেই। এ প্রসঙ্গে কোনাল বলেন, বিবিএফ সংগঠনটি বাংলাদেশকে বিশ্বের কাছে ব্রান্ডিং করছে। এত বড় একটি আন্তর্জাতিক মানের সংগঠন আমাকে সম্মাননা দিয়েছে, এট আমি খুবই হ্যাপী। গায়িকা ক্যাটাগরিতে শুধু কোনলাকে সম্মাননা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App