×

জাতীয়

শতবর্ষী মাকে জঙ্গলে ফেলে আসে ছেলেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪২ পিএম

শতবর্ষী মাকে জঙ্গলে ফেলে আসে ছেলেরা
জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ী গ্রামের ৫ সন্তানের জননী শতবর্ষী উজলা বেগমকে গত বুধবার গভীর রাতে বাড়ির অদূরে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে ফেলে আসেন তার সন্তানরা। গতকাল বৃহস্পতিবার সকালে বৃদ্ধাকে উদ্ধার করে বড় ছেলে ডাকু শেখের বাড়িতে পৌঁছে দেন স্থানীয়রা। স্থানীয়দের সূত্রে জানা গেছে, স্বাধীনতা পরবর্তী সময়ে বৃদ্ধার স্বামী ছামাদ শেখ মারা যান। অনেক কষ্টের মধ্যেই ৩ ছেলে ও ২ মেয়েকে বড় করেন তিনি। ছেলেমেয়েরা বিয়ে করে সবাই আলাদা বসবাস করছেন। বৃদ্ধ মায়ের দায়িত্ব কোনো সন্তান নিতে না চাওয়ায় গত বুধবার তাকে রাতের আঁধারে বাড়ির অদূরে বাঁশ বাগানের নিচে ফেলে দেন ছেলেরা। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড় ছেলে ডাকু শেখের বাড়িতে রেখে আসেন। এ রিপোর্ট লেখার সময় ছেলের কাঁচা ঘরের বারান্দায় প্রায় অচেতন অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধা। অনেক কষ্ট করেই সন্তানদের মানুষ করেন তিনি। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় সন্তানদের কাছে বোঝা হয়ে ওঠেন। তিন ছেলে আলাদা সংসার করলেও সবাই নারাজ মাকে খাবার ও সেবা দিতে। সেজন্য মৃত্যু কামনায় তারা রাতের আঁধারে রাস্তার পাশে জঙ্গলের ভেতর ফেলে আসেন বৃদ্ধা মাকে। সকালে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে তার বড় ছেলে ডাকুর দায়িত্বে রেখে আসেন। লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App