×

আন্তর্জাতিক

নওয়াজের কেনা মহিষ নিলামে তুললেন ইমরান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৩ পিএম

নওয়াজের কেনা মহিষ নিলামে তুললেন ইমরান
গাছে বাঁধা রয়েছে কয়েকটি মহিষ। সেগুলোকে দেখতে ভিড়ও জমিয়েছেন বহু মানুষ। কেউ কেউ বেশ খুঁটিয়ে দেখছেন মহিষগুলো। হাত কয়েক দূরেই হাঁকডাক চলছে দর নিয়ে। এক লাখ, দুই লাখ, তিন লাখ ... এভাবে দাম ক্রমশ চড়ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চত্বরের ঘটনা এটি। সেই বাসভবনের পেছনের খোলা একটি জায়গায় এভাবেই চলছিল মহিষের নিলাম। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমলে ২০১৪ সালে ওই মহিষগুলো কিনেছিল তৎকালীন সরকার। সেগুলোরই নিলাম করার ব্যবস্থা করেছে ইমরান সরকার। দেশের অর্থনীতির হাল ফেরাতে চাইছেন ইমরান। সেজন্য সরকারি খরচে কাটছাঁট এবং যত বেশি সম্ভব রাজস্ব আদায়ের মতো পদক্ষেপও নিচ্ছেন সদ্য ক্ষমতায় আসা পাক প্রধানমন্ত্রী। কিন্তু তাই বলে মহিষ নিলামে তুলে! নওয়াজ শরিফের ‘সাধের’ মহিষ বিক্রির কথা চাউর হতেই তার ভক্তেরা ভিড় জমিয়েছিলেন। তেমনই এক ভক্ত মালিক তায়িব। তাকে দেখা গেছে এক কালো চকচকে মহিষ কিনে হাসতে হাসতে বের হতে। নেতার ‘সাধের’ মহিষ কিনেছেন বলে সেই হাসি! এজন্য তিন লাখ টাকা খসাতে হয়েছে তাকে! সেই তায়িব সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, বাজারদরের তিনগুণ বেশি দামে মহিষটি কিনেছি। খুব খুশি। কারণ এর সঙ্গে নওয়াজ শরিফের স্মৃতি জড়িয়ে আছে! তবে তায়িবের মতো আরেক ক্রেতা জামির খানের ভাগ্যটা সদয় হয়নি। ভেবেছিলেন তিনিও একটিমিহিষ কিনবেন। কিন্তু দামে পেরে ওঠেননি। তিনি বলেন, আমার মতো সাধারণ মানুষের এত দাম দিয়ে মহিষ কেনার সামর্থ্য নেই। পাক সরকারি সূত্র বলছে, ওই মহিষগুলো বিক্রি করে সরকারের ঘরে এসেছে প্রায় ২৩ লাখ টাকা। সরকারি কর্মকর্তা জাভেদ ইকবাল নিলাম প্রসঙ্গে বলেন, এভাবে নিলামে সাড়া পড়বে আশা করা যায়নি। যথেষ্ট ভালো নিলাম হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App