×

জাতীয়

ডিসেম্বরে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৭ পিএম

ডিসেম্বরে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে দাবি করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যেই গোটা বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। দেশের কোথাও কোনও বিদ্যুৎহীন এলাকা থাকবে না।’ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের নব-নির্মিত পাঁচতলা ভবন উদ্বোধনকালে তিনি একথা বলেন। নসরুল হামিদ বলেন, ‘দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুতের ব্যবহার বাড়ছে। সেই অনুযায়ী সারাদেশেই অবকাঠামো তৈরির কাজও চলছে। আামরা প্রস্তুত হচ্ছি ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মকে নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে ২০ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকতো না। তখন কেউ কিছু বলতো না। কিন্তু এখন ২০-২৫ মিনিট বিদ্যুৎ না থাকলেই মানুষ অস্থির হয়ে পড়ে। ছোট একটা সমস্যা হলেই সরকারের ১০ বছরের উন্নয়ন ভুলে যায়। কোনও উন্নয়ন কাজই রাতারাতি করে ফেলা যায় না; সময় লাগে।’ কেরানীগঞ্জবাসীর উদ্দেশে বলেন, ‘কেরানীগঞ্জে বিদ্যুতের সাবস্টেশন না থাকায় প্রায়ই ভোল্টেজ উঠা-নামা করে। এজন্য কেরানীগঞ্জবাসীকে মাঝে মাঝে বিদ্যুতের সমস্যায় পড়তে হয়। এ সমস্যা দূর করার জন্য শিগগিরই কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় ২৩০/১৩২/৩ কেভি গ্রিড সাবস্টেশন নির্মাণের কাজ চলছে। এই সাবস্টেশনে ২২৫/৩০০এমভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমার থাকবে।’ বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা আছে। স্বাধীনতার পক্ষের শক্তিকেই মানুষ ভোট দেবে।’ শুভাঢ্যা খাল নিয়ে তিনি বলেন, ’১৩ কিলোমিটার পর্যন্ত খালটি সংস্কার করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। খালের দুই পাড়ে বাড়িঘর ভেঙে সুন্দর রাস্তা করা হবে। খালটি সংস্কার করে ধলেশ্বরী নদীর সঙ্গে এর সংযোগ ঘটানো হবে।’ এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ফারকক চৌধুরী, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, আওয়ামী লীগ নেতা ম.ই মামুন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App