×

তথ্যপ্রযুক্তি

গুগলের জব মার্কেটপ্লেসের আনুষ্ঠানিক যাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫২ পিএম

গুগলের জব মার্কেটপ্লেসের আনুষ্ঠানিক যাত্রা
শুধু বাংলাদেশের জন্য ’কর্ম’ নামে একটি অ্যাপ এনেছে গুগল, যেটি চাকরিপ্রার্থী এবং নিয়োগদাতাদের অনলাইন মার্কেটপ্লেস।বৃহস্পতিবার ঢাকার একটি রেস্টুরেন্টে ‘কর্মে’র অনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন এই অ্যাপ তৈরির প্রকল্পের প্রধান বিকি রাসেল।২০১৭ সালের শেষ দিক হতে এটি পরীক্ষামূলকভাবে চলছিল। গুগলের স্টার্টআপ তৈরির প্রকল্প এরিয়া ১২০-এর অধীনে এই অ্যাপ তৈরির কাজ হয়েছে।অ্যাপভিত্তিক জব মার্কেটপ্লেসের মতো একটি উদ্যোগ নিয়ে আসার আগে বাংলাদেশের চাকরির বাজার, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বিকির দল।বিকি রাসেল বলছেন, বাংলাদেশের চাকরির বাজারের একটি বড় অংশই চাকরির জন্য হন্নে হয়ে ঘুরছে। তাদের অনেকেই জানে না কোথায় চাকরি, কেমন যোগ্যতা লাগবে আর কীভাবেই বা যোগাযোগ ও আবেদন করতে হবে। অন্যদিকে যারা চাকরি দেবেন তারাও তাদের প্রয়োজনের সঠিক কর্মীটি খুঁজে পেতে উদগ্রীব থাকেন। এছাড়া চাকরির চুক্তি, বেতন, শর্ত ও সুবিধার বিষয়গুলোও এখানে অনেক সময় অস্পষ্ট দেখা যায়।‘বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টে রয়েছে যেখানে প্রতি বছর লাখ লাখ তরুণ চাকরির বাজারে আসছে। সেখানে অনানুষ্ঠানিক চাকরিগুলোতে অনেক কর্মী লাগছে, অনেক তরুণ চাকরি নিচ্ছে। আর এসব বিবেচনায় কর্ম শুরু।’-বলেন তিনি।প্লাটফর্মটি এখন বিনামূল্যে। তবে ভবিষ্যতে তা বিনামূল্যে থাকবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে বলে এক প্রশ্নের উত্তরে জানান কর্মের সিইও।দেশে বিডিজবসের মতো প্রতিষ্ঠিত জব মার্কেটপ্লেসের সঙ্গে প্রতিযোগিতার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিডিজবস দীর্ঘদিন এই বাজারে। কর্মের যাত্রা সবে শুরু হলো, আমরা আমাদের মতো এগিয়ে যাবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App