×

খেলা

এশিয়া কাপের সেরা পাঁচে যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৫ পিএম

এশিয়া কাপের সেরা পাঁচে যারা
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে ১৫ সেপ্টেম্বর মাঠে গড়িয়েছিল এশিয়া কাপের ১৪তম আসরের খেলা। আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বুধবার রাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। ফাইনালের আগে এবারের এশিয়া কাপে সেরা ৫ বোলার ও সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় কারা রয়েছেন তা নিয়ে কৌত‚হলী ক্রিকেটপ্রেমীরা। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ৪ ম্যাচে ৩২৭ রান করেছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২ ম্যাচে মুশফিকের সংগ্রহ ২৯৭ রান। এ ছাড়া ২৬৯ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, ২৬৮ রান নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ রয়েছেন চতুর্থ স্থানে এবং ২৬৩ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন আফগানিস্তানের হাসমতউল্লাহ শহিদী। অন্যদিকে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় শীর্ষে আছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। রশিদের চেয়ে ২ উইকেট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এ ছাড়া সমান ৭টি করে উইকেট নিয়ে বর্তমানে তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ, আফগান স্পিনার মুজিব-উর-রহমান এবং ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App