×

জাতীয়

শাহজালালে টোয়িং ট্র্যাক্টরের ধাক্কায় নভোএয়ারের এয়ারক্র্যাফট ক্ষতিগ্রস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৬ পিএম

শাহজালালে টোয়িং ট্র্যাক্টরের ধাক্কায় নভোএয়ারের এয়ারক্র্যাফট ক্ষতিগ্রস্ত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টোয়িং ট্র্যাক্টরের ধাক্কায় বেসরকারি নভোএয়ারের একটি এয়ারক্র্যাফট ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে দিকে বিমানবন্দরের বে-১২ এ ঘটনা ঘটে। এতে নভোএয়ারের এটিআর ৭২-৫০০ প্লেনটির জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়েছে। নভোএয়ারের ম্যানেজার (বিজ্ঞাপন ও বিপণন) এ কে এম মাহফুজ আলম জানান, বিমানবন্দরের বে-১২ এ প্লেনটি রাখা ছিলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি টোয়িং ট্র্যাক্টর বে এরিয়া দিয়ে যাওয়ার সময় নভোএয়ারের প্লেনকে ধাক্কা দেয়। এতে প্লেনটির জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তখনই বের হয়ে আসবে এর পেছনে অন্যকিছু জড়িত রয়েছে কি-না। প্লেনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই ফ্লাইটের যাত্রীদের অন্য প্লেনে করে পরিবহন করা হবে বলে জানিয়েছেন মাহফুজ। তিনি বলেন, যাত্রীদের অন্য প্লেনে করে ফ্লাইট চালানো হচ্ছে। এজন্য একটু সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App