×

তথ্যপ্রযুক্তি

নতুনভাবে হোয়াটস অ্যাপের ভিডিও কলিংয়ের ফিচার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫০ পিএম

নতুনভাবে হোয়াটস অ্যাপের ভিডিও কলিংয়ের ফিচার
এবার একজন নয়, একই সঙ্গে চারজনের সঙ্গে ভিডিও চ্যাটের সুযোগ পেতে চলেছেন ইউজাররা৷ সুবিধাটি ব্যবহারকারীরা পেতে চলেছেন ফেসবুক অধীনস্থ হোয়াটস অ্যাপের দৌলতে ৷ সংস্থা আগেই এনেছিল ভিডিও কলিংয়ের ফিচারটি৷ সেই ফিচারটিকেই নতুনভাবে নিয়ে এল কর্তৃপক্ষ৷ চলতি বছরে ফেসবুক আয়োজিত বৈঠকে সংস্থা ঘোষণা করে খুব শীঘ্রই আরও আধুনিকভাবে আসতে চলেছে অডিও এবং ভিডিও ফিচারটি৷ সম্প্রতি, হোয়াটস অ্যাপ গ্রুপ ভিডিও কলিংয়ের ফিচারটি ব্যবহারে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে কর্তৃপক্ষ৷ ফিচারটি অ্যন্ড্রয়েড ও আইফোন উভয় ব্যবহারকারীরাই পাবেন৷ ২০১৪ সালে হোয়াটস অ্যাপ এনেছিল ভয়েস কলিংয়ের সুবিধাটি৷ এর ঠিক দুই বছর পর (২০১৬) সংস্থা এনেছিল ভিডিও চ্যাটিং ফিচারটি৷ সংস্থার তথ্য অনুসারে, ব্যবহারকারীরা প্রতিদিন ফোনে কথা বলে দুই বিলিয়ন মিনিট সময় কাটিয়েছেন৷ প্রত্যেক মাসে হোয়াটস অ্যাপ ব্যবহার করেন গড়ে ১.৫ বিলিয়ন মানুষ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App