×

জাতীয়

তফসিল ঘোষণার পর সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৮ পিএম

তফসিল ঘোষণার পর সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ডিসেম্বরের মধ্যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল ঘোষণার পর সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, ‘আমরা আশা করছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং সব দলই নির্বাচনে অংশ নেবে। ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণের ক্ষেত্রে আইন পরিবর্তন করতে হবে। এ কারণে সীমিত আকারে ইভিএম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণকে আগেই ইভিএম’র বিষয়ে ধারণা দিতে তা প্রদর্শন ও কার্যকারিতার প্রশিক্ষণও দেবে নির্বাচন কমিশন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক রায়হানা ইসলাম প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে সিইসি নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App