×

বিনোদন

ছয় বছর পর মঞ্চে ‘সঙক্রান্তি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৩ পিএম

ছয় বছর পর মঞ্চে ‘সঙক্রান্তি’
আবারো মঞ্চে আসছে আরণ্যকের সাড়া জাগানো নাটক ‘সঙক্রান্তি’। প্রায় ছয় বছর পর নাটকটির প্রদর্শনী হবে বলে আরণ্যক সূত্রে জানা গেছে। ২০০১ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে। এরপর নিয়মিত মঞ্চায়নে দর্শক নন্দিত হয় নাটকটি। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘সঙক্রান্তি’। এই নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এদিন নাটকটির ১২৩তম প্রদর্শনী হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আ খ ম হাসান, মোমেনা চৌধুরী, কৌশিক সাহা, রানা, সাজ্জাদ সাজু, শামীম জামান, শাহ আলম দুলাল, আরিফ হোসেন আপেল, আমানুল হক হেলাল, পরিমল মজুমদার, মামুনুর রশীদ, দিলু মজুমদার, মাহফুজ, অয়ন ঘোষ, কামরুল হাসান, মুগ্ধ, জাহিদ, পারভেজ, তাজু প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির ও চঞ্চল চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App