×

খেলা

মুশফিকের ১ রানের আক্ষেপ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪২ পিএম

মুশফিকের ১ রানের আক্ষেপ
ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে কোনো ফরম্যাটেই এর আগে কেউ ৯৯ রানে আউট হয়নি। আজ মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ৯৯ রানে আউট হয়েছেন। সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ১ রানের জন্য। আজ সেঞ্চুরির দেখা পেলে সাকিব আল হাসানকে ছুঁতে পারতেন তিনি। বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরিয়ানদের তালিকায় ৭টি সেঞ্চুরি নিয়ে সাকিব অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। এ নিয়ে তৃতীয়বারের মতো ৯০ এর ঘরে আউট হলেন মুশফিক। এর আগে ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৮ রানে আউট হয়েছিলেন। এরপর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯০ রানে আউট হয়েছিলেন তিনি। আজ পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানের মাথায় শাহীন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হন। দলের জন্য ৯৯ ও ১০০ রানের খুব বেশি পার্থক্য না থাকলেও ব্যক্তিগত সংগ্রহের ক্ষেত্রে সেটা অনেক পার্থক্যের। সেঞ্চুরি মিসের আক্ষেপ এখানে পোড়ায়। কিন্তু দলের প্রয়োজনের মুহূর্তে ব্যাট হাতে মুশফিক যেটা করেছেন সেটা নিঃসন্দেহে বাহবা পাওয়ার যোগ্য। বুধবার পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। অন্যান্য দিনের মতো যথারীতি আজও টপ অর্ডারে ধ্বস নামে। মাত্র ১২ রান তুলতেই ৩ উইকেট নেই বাংলাদেশের। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিক। চতুর্থ উইকেটে মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে তোলেন ১৪৪ রান। সেই রান বাংলাদেশকে শুধু খাদের কিনারা থেকেই টেনে তোলেনি, দিয়েছে লড়াই করার পুঁজিও। মিথুন ফিরে গেলেও মুশফিক ছিলেন অবিচল। এরপর ইমরুলের সঙ্গে ১১ ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৩০ রানের জুটি করেন। দলীয় ১৯৭ রানের মাথায় ব্যক্তিগত ৯৯ রানে আউট হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App