×

জাতীয়

বিএনপিকে ‘শেষ অস্ত্র’ ব্যবহোরের পরামর্শ এমাজউদ্দীনের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪০ পিএম

বিএনপিকে ‘শেষ অস্ত্র’ ব্যবহোরের পরামর্শ এমাজউদ্দীনের
নির্বাচনকালীন সরকারের দাবি আদায়ে বিএনপিকে ‘শেষ অস্ত্র’ হিসেবে আন্দোলন শুরুর পরামর্শ দিয়েছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী এমজাউদ্দিন আহমেদ। বিজয় নি‌শ্চিত না হওয়া পর্যন্ত রাজপ‌থে থাকার জন্য বিএনপি নেতাকর্মী‌দের আহ্বানও জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। বলেন, ‘সামনে কঠিন দিন। আমাদের বিজয় ছিনিয়ে আনতে হলে উচিত হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের বিজয় নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকা। আর এই ধারণা সকলের মাঝে ধারণ করতে হবে।’ বুধবার ঢাকার সেগুনবাগিচায় স্বাধীনতা হলে ‘ইভিএম বর্জন: জাতীয় নির্বাচন’ শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখছিলেন এমাজউদ্দিন। বিএনপিকে নানা সময় বুদ্ধি পরামর্শ দিয়ে আসা এই বুদ্ধিজীবী বলেন, ‘বিজয় চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন আমাদের উচিত হবে, শেষ মুহূর্তে সমালোচনা কান না দিয়ে আন্দোলন নামক অস্ত্র ব্যবহার করা। বিএনপির ইমেজিং টাইগার হয়ে আবার ফিরে আসুক তাহলেই কেবল সরকার পতন সম্ভব।’ ‘নির্বাচনকে সামনে রেখে আমাদের দাবি হবে তফসিল ঘোষণার আগে সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সামরিক কর্মকর্তাদের প্লোলিং সেন্টারে কর্তৃত থাকতে হবে।’ বিএনপির সঙ্গে ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে ঐক্য প্রক্রিয়া হওয়ায় ক্ষমতাসীন দল ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে বলেও মনে করেন এমাজউদ্দীন। বলেন, ‘সরকার ঐক্য প্রক্রিয়ায় ভীত সন্ত্রস্ত, তাদের কথায় শালীনতা নেই, হিসেব করে কথা বলার চেতনাও তারা হারিয়ে ফেলেছে।’ এই ঐক্য প্রক্রিয়া সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে এমাজউদ্দিন আরও বলেন, ‘জাতীয় ঐক্য যেন অক্ষুন্ন রাখতে আমাদেরকে ৮৮ হাজার গ্রামে ছড়িয়ে দিতে হবে। এবং এই জাতীয় ঐক্যকে কাজে লাগিয়ে এই সরকারে পতন ঘটাতে হবে।’ আয়োজন সংগঠনের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপ‌ন এতে সভাপ‌তি‌ত্ব করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App