×

জাতীয়

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : আইজিপি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৯ পিএম

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : আইজিপি
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে কেউ যেন গুজব ছড়াতে না পারে সে জন্য নজরদারির নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি জাবেদ পাটোয়ারী। বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, এমন প্রচারণা চালালে তা বন্ধ করার এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।’ বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় এই নির্দেশ দেন পুলিশ প্রধান। নিরাপদে দুর্গাপূজা উদ্যাপনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি। তিনি প্রতীমা তৈরির সময় স্বেচ্ছাসেবক নিয়োগ, পূজা ম-পে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপন যন্ত্র স্থাপন এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহারের জন্য পূজা উদ্যাপন কমিটির প্রতি আহ্বান জানান। সম্মলিত প্রচেষ্টায় অতীতের মত এবারও দেশব্যাপী শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপিত হবে বলেও আশা করেন আইজিপি। সভায় পূজা উদ্যাপন পরিষদের নেতারা দুর্গাপূজাকে সামনে রেখে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের সক্ষমতা অতীতের চেয়ে বর্তমানে অনেক বেড়েছে, দেশে জঙ্গি ও সন্ত্রাস দমনসহ অন্যান্য ক্ষেত্রে পুলিশ ইতোমধ্যে তাদের সক্ষমতা প্রমাণ করতে সমর্থ হয়েছে। এ বছর সারাদেশে প্রায় ত্রিশ হাজারের বেশি ম-পে দুর্গাপূজার আয়োজন করা হবে। সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মহসিন হোসেন, অতিরিক্ত আইজিপি (এফঅ্যান্ডডি) মইনুর রহমান চৌধুরী, এপিবিএনের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি আবুল কাশেম, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, সকল রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App