×

খেলা

অনূর্ধ্ব-১৮ নারী দল ভুটান যাচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৯ এএম

অনূর্ধ্ব-১৮ নারী দল ভুটান যাচ্ছে
আগামী শুক্রবার থেকে ভুটানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। এশিয়ান ফুটবলের এই নতুন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আজ দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। বিগত কয়েক মাস ধরে বেশ ব্যস্ত সময়ই কাটাতে হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে অংশ নিলেও সবখানেই বাংলাদেশ দলের সদস্যরা প্রায় একই। মাত্র কয়েকজন পরিবর্তন হচ্ছে। ঢাকায় শেষ হওয়া অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ১৩ জনই থাকছেন ভুটানগামী দলে। আর এখানেও থাকবেন মারিয়া, আঁখি, মনিকা, তহুরা, অনুচিং, আনাই, সাজেদা এবং শামসুন্নাহাররা। নতুন এই প্রতিযোগিতায় এবার নতুন অধিনায়ক পাবে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী। এ টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান এবং নেপাল। আর ‘এ’ গ্রুপে স্বাগতিক ভুটানের সঙ্গে থাকছে মালদ্বীপ এবং ভারত। উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দেশের অনূর্ধ্ব-১৮ নারী দল। এদিকে মৌসুমীরা তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৩০ সেপ্টেম্বর। এদিন তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আর ২ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। দুই গ্রুপ থেকে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। আর সেমিফাইনালে জয়লাভ করা দুই দল ৭ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App