×

আন্তর্জাতিক

অক্টোবরে হতে পারে ট্রাম্প-উনের দ্বিতীয় বৈঠক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৫ পিএম

অক্টোবরে হতে পারে ট্রাম্প-উনের দ্বিতীয় বৈঠক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যকার দ্বিতীয় বৈঠক অক্টোবর কিংবা এর পরে হতে পারে। বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। পম্পেও বলেছেন, ‘সম্মেলনে আমরা যাতে অনেক বেশি অর্জন করতে পারি সেজন্য আমরা পরিস্থিতি যথার্থভাবে পেতে যত্মের সঙ্গে কাজ করছি। তবে আমরা আশা করছি এটা শিগগিরই হবে।’ সম্মেলনের সম্ভাব্য সময়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা সম্ভবত অক্টোবরে হতে পারে, তবে এর পরে হওয়ার সম্ভাবনা বেশি।’ গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প ও উনের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি হয়। ওই বৈঠকে উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণের শর্ত মেনে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন উন। গত সপ্তাহে পিয়ংইয়ংয়ে উনের সঙ্গে বৈঠক হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে। ওই বৈঠকে নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনার জন্য ট্রাম্পের সঙ্গে আরেকটি বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করেন উন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App