×

অর্থনীতি

ঘুরে দাঁড়াতে নতুন উদ্যোগ ফারমার্স ব্যাংকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫২ পিএম

ঘুরে দাঁড়াতে নতুন উদ্যোগ ফারমার্স ব্যাংকের
দুর্নীতির দায়ে ডুবতে বসা নতুন প্রজন্মের ফারমার্স ব্যাংককে বাঁচাতে নানামুখী উদ্যোগ নেয় সরকার। কিন্তু কিছুতেই যেন কিনারা খুঁজে পাচ্ছে না ব্যাংকটি। তাই তারা নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে। আগামী বছরের শুরু থেকেই পুরোদমে নতুন করে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ব্যাংকটি। এ উদ্দেশ্যে ইতোমধ্যে কিছু নতুন উদ্যোগও গ্রহণ করেছে। ব্যাংকটির নাম পরিবর্তন করার পাশাপাশি নতুন নতুন আমানত ও ঋণ পণ্য নিয়ে আসার উদ্যোগ নেয়া হবে। এর আগে নতুন প্রজন্মের এ ব্যাংককে বাঁচাতে ১ হাজার ২১৫ কোটি টাকা মূলধন সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয় সরকারি চার ব্যাংক ও একটি বিনিয়োগ সংস্থার মাধ্যমে। এর মধ্যে ৮১৫ কোটি টাকা দেয়া হয়েছে, আরো ৪০০ কোটি টাকা দেয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া শুরু থেকেই ব্যাংকটিতে এসব প্রতিষ্ঠানের ৫৫০ কোটি টাকা ধার রয়েছে। মূলধন সহায়তা দিয়ে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ব্যাংকটির পর্ষদের পরিচালক হয়েছে। আর গত জানুয়ারি থেকে চেয়ারম্যানের দায়িত্বে আছেন রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের অন্যতম উদ্যোক্তা চৌধুরী নাফিজ সরাফাত। ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের পক্ষে চেয়ারম্যান হয়েছেন তিনি। তার উদ্যোগেই ব্যাংকটি পুনরুদ্ধারের কাজ চলছে।নতুন পর্ষদ দায়িত্ব নেয়ার আট মাস পেরিয়ে গেলেও ব্যাংকটি এখনো চালু করতে পারেনি ঋণ কার্যক্রম। তবে এর মধ্যে ব্যাংকটি নতুন করে একটি শাখা উদ্বোধন করেছে। আমানতকারীদের পাওনা টাকাও ফেরত দিচ্ছে। তবে পুরোপুরি গ্রাহকের আস্থা না ফেরায় চাহিদামতো আমানত পাচ্ছে না ব্যাংকটি। তাই বন্ড ছেড়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে টাকা সংগ্রহের চেষ্টা করছে। এ জন্য সুদহার নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ। জানা গেছে, পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকে নতুন করে ৭১৫ কোটি টাকা মূলধন জোগান আসে। আগে মূলধন ছিল ৪০১ কোটি টাকা। এ ছাড়া চলতি বছরের শুরু থেকে গত আগস্ট পর্যন্ত নতুন করে আমানত আসে ২৭৭ কোটি টাকা, ঋণ আদায় হয় ৩৬০ কোটি টাকা। তবে এ সময়ে গ্রাহকেরা ৯৮০ কোটি টাকা আমানত তুলে নেয়। বন্ড ছেড়ে ১ হাজার কোটি টাকা সংগ্রহের অনুমোদন রয়েছে ব্যাংকটির। এ বন্ডেও বিনিয়োগ করবে মূলধন জোগান দেয়া সরকারি চার ব্যাংক ও আইসিবি। এরই মধ্যে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে অগ্রণী ব্যাংক। ফারমার্স ব্যাংক সূত্র জানায়, নতুন করে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে ব্যাংকটি। এ ছাড়া শাখাগুলোতে বিদ্যুৎ ও গ্যাসের বিল নেয়া শুরু হয়েছে। এ বছর ৫০০ কোটি টাকা নতুন আমানত ও ৪০০ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App