×

তথ্যপ্রযুক্তি

তাদের প্রযুক্তিখাতে বিনিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৬ পিএম

তাদের প্রযুক্তিখাতে বিনিয়োগ
কেউ জনপ্রিয় অভিনেতা কেউবা অভিনেত্রী। আর কেউ মাঠ কাঁপানো খেলোয়াড়। তারা বিভিন্ন প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগ করেছেন। প্রযুক্তিপ্রেমি এই মানুষগুলো প্রযুক্তি ব্যবসা করতে পছন্দ করেন। তাই বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটালের পাশাপাশি খাতটিতে ব্যক্তিগতভাবে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছেন। আজকের আয়োজনে থাকছে তারকরাদের প্রযুক্তি স্টাটআপ হিসেবে বিনিয়োগ নিয়ে ফিচার-
অমিতাভ বচ্চন : বলিউড ‘বিগ বি’ আড়াই লাখ ডলার বিনিয়োগ করেছেন সিঙ্গাপুরভিত্তিক অনলাইন ক্লাউড স্টোরেজ ও ফাইল শেয়ারিং সলিউশন ফার্ম জিড্ডুতে। বিজ্ঞাপন থেকে অর্থ আয় করে এ প্রতিষ্ঠান। পাশাপাশি গ্রাহকদের ফাইল শেয়ারিং সুবিধা দিয়েও উপার্জন করে জিড্ডু। শচীন টেন্ডুলকার : ক্রিকেটার শচীন টেন্ডুলকারের প্রযুক্তি খাতে বিনিয়োগের শুরুটা বেশি দিনের নয়। তার প্রযুক্তি কোম্পানি স্মাটব্রন। স¤প্রতি টি-বুক নামে একটি আল্ট্রাবুক বাজারে ছেড়েছে লিটল মাস্টার প্রতিষ্ঠিত এ স্টার্টআপ। স্মার্টফোনের দিকেও হাত বাড়িয়েছে এ প্রতিষ্ঠান। কিম কারদাশিয়ান : মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান প্রতিষ্ঠা করেছেন ‘সুড্যাজেল’ নামে ই-কমার্স সাইট। মূলত অনলাইনে জুতা, জুয়েলারি, হ্যান্ডব্যাগ ও অন্যান্য অ্যাকসেসরিজ বিক্রির ওয়েবসাইট এটি, যা এরই মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। জেসিকা অ্যালবা : মার্কিন এ অভিনেত্রী এরই মধ্যে ‘দ্য অনেস্ট কোম্পানি’ নামে একটি ই-কমার্স কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি ব্রিয়ান লি নামে আরো একটি স্টার্টআপের উদ্যোক্তা তিনি। এ প্রতিষ্ঠানটি বাসাবাড়ির জন্য সাশ্রয়ী অর্গানিক পণ্য উৎপাদন ও সরবরাহ করে। লেডি গাগা : বিশ্বের জনপ্রিয় ও ইউনিক সংগীতশিল্পী হিসেবে লেডি গাগা সম্পর্কে কম বেশি সবারই জানা। তিনি এরই মধ্যে জিঙ্গা ও ব্যাকপ্লেন নামে দুটি প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগ করেছেন। এ দুই স্টার্টআপ সংগীত তারকা ও খেলোয়াড়দের সঙ্গে ফ্যানদের সংযোগ স্থাপনের সুবিধা দেয়। অ্যাস্টন কুচার : ‘টু অ্যান্ড এ হাফ ম্যান’ ও ‘জবস’ খ্যাত মার্কিন এ অভিনেতার প্রযুক্তিপ্রেম বেশি। তিনি যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন, তা দেখেই বোঝা যায়। অ্যাস্টন কুচার বিনিয়োগ করেছেন স্কাইপ, এয়ারবিএনবি, ফোরস্কয়ার, ফ্লিপবোর্ড ও লাইকে লিটলের মতো প্রযুক্তি স্টার্টআপে। মাধুরী দীক্ষিত : ভারতীয় ও আন্তর্জাতিক দর্শকরা জনপ্রিয় এ বলিউড অভিনেত্রীর নাচের দক্ষতায় মুগ্ধ। তিনিও এখন প্রযুক্তি খাতে ব্যবসা স¤প্রসারণের দিকে ঝুঁকছেন। মাধুরী এক্ষেত্রে নাচটাকেই বেছে নিয়েছেন। তিনি ‘ড্যান্স উইথ মাধুরী’ নামে একটি অনলাইন একাডেমি চালাচ্ছেন। লিওনার্দো ডি’ক্যাপ্রিও : অস্কার বিজয়ী এ অভিনেতা অন্তত ছয়টি প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তিনি গত নয় বছরে এসব প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ আয়ও করেছেন। যে ছয় প্রতিষ্ঠানে লিওনার্দো ডি’ক্যাপ্রিও বিনিয়োগ করেছেন, সেগুলো হলো— রুবিকন গ্লোবাল, ফিস্কার অটোমোটিভ, মবলি, কু, ডায়মন্ড ফাউন্ড্রি ও ক্যাসপার। কারিশমা কাপুর : প্রযুক্তি খাতে বিনিয়োগে পিছিয়ে নেই ‘দ্য লেডিস অব বলিউড’ খ্যাত অভিনেত্রী কারিশমা কাপুর। বিনিয়োগ করেছেন বেবিওয়ে নামের একটি ই-কমার্স সাইটে। তিনি বেবিওয়ে ডটকম ওয়েবসাইটের ২৬ শতাংশ শেয়ারের মালিক। বেবিওয়ে মূলত নারী ও শিশুদের জন্য বিভিন্ন সামগ্রী বিক্রি করে। জাস্টিন বিবার : কানাডিয়ান এ তরুণ গায়ক এবং গীতিকারের প্রযুক্তিপ্রেম অন্যদের থেকে একটু বেশি। জাস্টিন বিবার এরই মধ্যে মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই ও সেলফি অ্যাপ শটসে বিনিয়োগ করেছেন। তবে তিনি এ দুই প্রতিষ্ঠানে কী পরিমাণ অর্থ লগ্নি করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রবার্ট ডাউনি জুনিয়র : ‘আয়রন ম্যান’ খ্যাত এ অভিনেতা ও গায়কের প্রযুক্তিপ্রেম একটু বেশি। তিনি এরই মধ্যে অর্ধডজন প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগ করেছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে গেমারদের জন্য সাবস্ক্রিপশন বক্স সার্ভিসদাতা ‘লুট ক্রেট’, ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম সেবাদাতা ‘মাস্টারক্লাস’, লাইফ ইন্স্যুরেন্স স্টার্টআপ ইথোসসহ আরো কয়েকটি স্টার্টআপ আছে। সালমান খান : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানও প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছেন। বিনিয়োগ করেছেন ‘যাত্রা’ নামে এক অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠানে। অবশ্য সালমান খান ঠিক কী পরিমাণ অর্থ লগ্নি করেছেন, তা জানা যায়নি। ধারণা করা হয়, প্রতিষ্ঠানটির ৫ শতাংশের মালিকানায় রয়েছেন তিনি। যুবরাজ সিং : ভারতীয় এ ক্রিকেটার তিন-তিনটি অ্যাপ্লিকেশনে বিনিয়োগ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে রূপচর্চা-বিষয়ক ভোমো, উবারের মিনি ট্রাক সার্ভিস মোভো ও প্রাইভেট এয়ারক্রাফট মার্কেট প্লেস জেটসেটগো। পাশাপাশি যুবরাজ সিং প্রযুক্তি খাতে ব্যবসা স¤প্রসারণে ইউউইক্যান নামে একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম গঠন করেছেন। মনোজ বাজপাই : ২০১৫ সালে ওভার দ্য টপ (ওটিটি) বা ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘মুভিজ’-এ বিনিয়োগ করেছেন জনপ্রিয় এ বলিউড অভিনেতা। মুভিজ সাধারণত বিভিন্ন ক্যাটাগরির মুভি দেখার সুযোগ দিয়ে থাকে দর্শকদের। জাস্টিন টিম্বারলেক : মার্কিন এই সুরকার ও গীতিকার সোস্যাল মিডিয়া প্লাটফর্ম মাইস্পেস এবং স্টাইপেল নামে প্রযুক্তি স্টার্টআপে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। স্টাইপেল ব্যবহারকারীরা বিভিন্ন স্থান এবং অবজেক্ট সম্পর্কে তথ্য অন্যদের ট্যাগ করার সুবিধা পেয়ে থাকেন। লিনকিন পার্ক সদস্য : মার্কিন রক ব্যান্ড লিনকিন পার্কের প্রত্যেক সদস্য একাধিক প্রযুক্তি স্টার্টআপ প্রতিষ্ঠানের বিনিয়োগকারী। জানা যায়, স্টক মার্কেট অ্যাপ রবিনহুড থেকে শুরু করে শিপিং স্টার্টআপ শাইপে বিনিয়োগ রয়েছে এ জনপ্রিয় ব্যান্ড দলের সদস্যদের। উইল স্মিথ : মার্কিন অভিনেতা, প্রডিউসার, কমেডিয়ান ও গীতিকার উইলার্ড ক্যারল স্মিথ জুনিয়র মানসিক স্বাস্থ্যসম্পর্কিত প্রযুক্তি স্টার্টআপ বায়োবিটস ছাড়াও কয়েকটি উদীয়মান কোম্পানিতে বিনিয়োগ করেছেন। ধারণা করা হয়, বিভিন্ন প্রযুক্তি স্টার্টআপ থেকে তিনি বড় অংকের আয় করে থাকেন। ম্যাডোনা : ‘কুইন অব পপ’ খ্যাত মার্কিন এ গায়িকা, গীতিকার ও অভিনেত্রীর ক্যারিয়ার বদলে দেয়া ও পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে ভিটা কোকো নামে একটি স্টার্টআপ কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত। অনিল কাপুর : এ বলিউড তারকা বিনিয়োগ করেছেন অনলাইন ভিডিও সোস্যাল নেটওয়ার্ক ‘ইন্ডি’তে। এটি একটি আন্তর্জাতিক ভিডিওভিত্তিক সোস্যাল নেটওয়ার্কিং সাইট। অনিল কাপুর প্রতিষ্ঠানটিতে কী পরিমাণ বিনিয়োগ করেছেন, তা প্রকাশ করা হয়নি। শিগগিরই সাইটটির কার্যক্রম ভারতে চালুর পরিকল্পনা রয়েছে। আর্নল্ড শোয়ার্জনেগার : অস্ট্রিয়ান-আমেরিকান এ অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী প্লানেট হলিউড চেইন রেস্টুরেন্ট নামে একটি প্রতিষ্ঠানের অন্যতম বিনিয়োগকারী। এছাড়া রিয়েল এস্টেট কোম্পানির পাশাপাশি কয়েকটি প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগ করেছেন। ম্যাজিক জনসন : মার্কিন অবসরপ্রাপ্ত এ বাস্কেটবল খেলোয়াড়ের প্রযুক্তিপ্রেম অন্যদের থেকে একটু বেশি। বাস্কেটবলকে বিদায় জানানোর পর পুরোদস্তুর বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ডেট্রয়েট ভেঞ্চার পার্টনার্স নামে একটি প্রতিষ্ঠানের অন্যতম বিনিয়োগকারী তিনি। এ প্রতিষ্ঠান এরই মধ্যে ডজনের বেশি প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগ করেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App