×

জাতীয়

মাদারগঞ্জে বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫০ পিএম

মাদারগঞ্জে বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
মাদারগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে মাদারগঞ্জ উপজেলার নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে মাদারগঞ্জ উপজেলার ১৯০ হেক্টর জমির রোপা-আমন ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার কয়েটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গ্রামগুলো হচ্ছে হিদাগাড়ী, চরপাকরুল, নাদাগাড়ী, নব্যচর, চর ৭৮, সুখনগরী ও গাবের গ্রাম। চরপাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, বালিজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক ও জোরখালি ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম জানান, এবারের বন্যায় মাদারগঞ্জ উপজেলার ব্যাপক ক্ষতি হয়েছে। এ উপজেলার এই তিনটি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম চর এলাকা এবং নিম্ন এলাকা, যার কারণে ক্ষতির পরিমাণ বেশি হবে। উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ জানান, এবারের বন্যায় এই উপজেলার ১৯০ হেক্টোর জমির রোপা-আমন ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানি দুয়েকদিনের মাঝে বন্যার পানি কমতে শুরু করলে তাহলে ক্ষতির পরিমাণ কম হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App