×

খেলা

নির্ভার মারিয়াদের সামনে আজ আরব আমিরাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৮ পিএম

নির্ভার মারিয়াদের সামনে আজ আরব আমিরাত
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ‘এফ’ গ্রুপের বাছাইপর্বের খেলায় পরপর দুই ম্যাচ জিতে বেশ ভালো অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তাফা কামাল ফুটবল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে মারিয়ারা। স্বাগতিকরা নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেলেও এখনো জয়ের দেখা পায়নি সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। এদিকে দিনের প্রথম ম্যাচে বেলা ১১টা ৩০ মিনিটে একই ভেন্যুতে মাঠে নামবে ভিয়েতনাম-বাহরাইন। ঘরের মাটিতে স্বপ্ন পূরণের দিকে ধীর গতিতে এগুচ্ছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এর আগে ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল হয়েছিল এএফসির অনূর্ধ্ব-১৬ বাছাইপর্ব। সেবার বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিল। কিন্তু মূল পর্বে সুবিধা করতে পারেনি। তবে এবার ভালো কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ। আর পেয়েছেন সূচনাটাও ভালোই হয়েছে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামে আঁখি-মারিয়ারা। প্রতিপক্ষের জালে এদিন দশটি গোল দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। দলের পক্ষে ওই ম্যাচে দুটি করে গোল করেন শামসুন্নাহার, অনুচিং চাকমা এবং মারিয়া মান্ডা। আর একটি করে গোল করেন চারজন বাংলাদেশি ফুটবলার। নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের মোকাবেলা করে স্বাগতিকরা। ছোটনের শিষ্যদের বিপক্ষে হালে পায়নি পায়নি লেবানন অনূর্ধ্ব-১৬ দল। মারিয়ারার জিতেছে ৮-০ গোলের বড় ব্যবধানে। এদিন বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেন ফরোয়ার্ড শামসুন্নাহার এবং সাজেদা খাতুন। আর একটি করে গোল করেন তহুরা খাতুন, আনাই মোগিনি এবং বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামা রোজিনা আক্তার। এদিকে সংযুক্ত আরব আমিরাত দুটো ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৪-০ এবং দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরেছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৬ দল। দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি। সেখানে মারিয়ারা রয়েছে দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। এদিকে বাংলাদেশে সমপরিমাণ ৬ পয়েন্ট নিয়েই শীর্ষস্থানে রয়েছে ভিয়েতনাম। ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। আর পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাহরাইন। এবারের এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নেয়া ছয় গ্রুপের শীর্ষ ছয় দল ও সেরা দুই রানার্স-আপ দল নিয়ে হবে আরেক বাছাই। সেখান আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে হবে প্রতিদ্বন্দ্বিতা। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে রেখেছে আয়োজক থাইল্যান্ড, ২০১৭ সালের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্স-আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান। গত বারের মতো এবারো থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App