×

জাতীয়

ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানকে হত্যার হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৯ পিএম

ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানকে হত্যার হুমকি
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খানকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। ডাকযোগে পাঠানো চিঠি বুধবার রাতে হাতে পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (নং-১২৩৩) করা হয়েছে। থানার এসআই অপূর্ব দাস বিষয়টি তদন্ত করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে চাঞ্চল্যকর মারুফ খান হত্যা মামলা নিয়ে তাকে বাড়াবাড়ি না করতে বলা হয়েছে। প্রসঙ্গত, কামরুজ্জামান খানের চাচাতো ভাই কলেজ শিক্ষার্থী মারুফ খান সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে গত ২১ আগস্ট (কোরবানির ঈদের আগের দিন) বিকেলে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নিহত হন। ঘটনার পর আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনসহ একাধিক প্রতিবাদ কর্মসূচিতে কামরুজ্জামান খান নেতৃত্ব দেয়ায় আসামি ও তাদের পৃষ্ঠপোষকরা ক্ষুব্ধ হয়। চিঠিতে বলা হয়েছে, মারুফকে খুন করলেও পুলিশ আসামিদের কোনোভাবেই ধরতে পারবে না। তারা কামরুজ্জামান ও তার স্ত্রী-সন্তানদের নিয়মিত অনুসরণ করছে বলেও দাবি করেছে। এ ঘটনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য পৃথক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা সাংবাদিক কামরুজ্জামান খানকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App