×

খেলা

১৬২ রানেই গুটিয়ে গেল পাকিস্তান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৯ পিএম

১৬২ রানেই গুটিয়ে গেল পাকিস্তান
এক বছর আগে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচের পর আজ আবার দেখা হলো দুই দলের। কিন্তু এবার চ্যাম্পিয়নস ট্রফির জয়ের রানটাই করতে পারল না পাকিস্তান! এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ইনিংস গুটিয়ে গেছে ১৬২ রানে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৫৮ রানে অলআউট করেছিল পাকিস্তান। সেটিই আজ পাকিস্তানকে ফিরিয়ে দিল ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় পাকিস্তান। ৩ রানেই হারায় ২ উইকেট! তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের শর্ট লেংথ বল ইমাম উল হকের (২) ব্যাটে চুমু খেয়ে জমা পড়ে উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে। আরেক ওপেনার ফখর জামান ফেরেন ভুবনেশ্বরের পরের ওভারে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে হারানোর নায়ক ফখর এবার রানের খাতাই খুলতে পারেননি। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন বাবর আজম ও শোয়েব মালিক। বাবরকে বোল্ড করে ৮২ রানের এ জুটি ভাঙেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ৬২ বলে ৬ চারে বাবর করেন ৪৭ রান। বাবরের বিদায়ের পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে পাকিস্তান। কেদার যাদবের বলে অধিনায়ক সরফরাজ আহমেদ (৬) ফেরেন দ্বাদশ ফিল্ডার মনিশ পান্ডের দারুণ এক ক্যাচে। একটু পর রান আউটে কাটা পড়েন মালিক (৪৩)। পাকিস্তানের স্কোর তখন ৫ উইকেটে ১০০। যাদবের বলে দ্রুতই আসিফ (৯) ও শাদাবের (৮) বিদায়ে স্কোরটা হয়ে যায় ৭ উইকেটে ১২১! সেখান থেকে দলের স্কোর দেড়শ পেরিয়েছে মূলত মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফের ৩৭ রানের অষ্টম উইকেট জুটিতে। কিন্তু ৪ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারিয়ে ৪৩.১ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফাহিম করেন ২১ রান। আমির ১৮ রানে অপরাজিত ছিলেন। ভুবনেশ্বর ১৫ রানে ও যাদব ২৩ রানে নেন ৩টি উইকেট। জাসপ্রিত বুমরাহ ২টি ও কুলদীপ পেয়েছেন একটি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App