×

বিনোদন

রেস-থ্রি ব্যর্থতার কারণ জানালেন রেমো

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৯ পিএম

রেস-থ্রি ব্যর্থতার কারণ জানালেন রেমো
বলিউডের অন্যতম সফল সিনেমা ফ্যাঞ্চাইজি রেস। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই সিনেমা দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলে। তবে চলতি বছর মুক্তিপ্রাপ্ত রেস-থ্রি জনপ্রিয়তার দিক থেকে খুব একটা সুবিধা করতে পারেনি। রেস-থ্রি সিনেমায় অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা সালমান খান। তাই সিনেমাটি নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল একটু বেশি। কিন্তু তারকাবহুল সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করে মাত্র ১৮০ কোটি রুপি। যা প্রত্যাশা অনুযায়ী অনেক কম। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে নানা রকম বিদ্রূপ করতে দেখা যায়। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক রেমো ডিসুজা জানিয়েছেন, রেস-থ্রি সিনেমায় সালমানকে নেতিবাচকভাবে তুলে না ধরাই এটির ব্যর্থতার মূল কারণ। এ কোরিওগ্রাফার-নির্মাতা বলেন, ‘যখন সিরাজ আহমেদ সিনেমাটি রচনা করেন তখন চরিত্রটি নেতিবাচক ছিল। রেস ফ্র্যাঞ্চাইজিটি নেতিবাচক চরিত্র নিয়েই তৈরি হয়। কিন্তু আমরা সালমানকে নেতিবাচক চরিত্রে দেখাতে পারিনি। এছাড়া আরো কিছু বিষয় ছিল। এসব কারণেই এটি কম ব্যবসা করেছে।’ তিনি আরো বলেন, ‘বিনোদনের জন্য আমাদের সেরা অ্যাকশন, গান, থ্রিডি ইত্যাদি ছিল। সবাই অ্যাকশন খুব পছন্দ করে কিন্তু তারপর হঠাৎ করেই বিদ্রূপ শুরু হয়। অ্যাকশনে দক্ষ ব্যক্তিরাই এর অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন। স্বীকার করছি গল্পের সঙ্গে এটি কিছুটা অপ্রাসঙ্গিক ছিল। কিন্তু আমি বাজে সিনেমাকেও হিট হতে দেখেছি। শুটিংয়ের সময় কিছু পরিবর্তন করা হয়েছিল। সালমানকে নেয়ার পর চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন করা হয়।’ রেস-থ্রি বক্স অফিসে ‘ব্যর্থ’ প্রসঙ্গে রেমো বলেন, ‘যদি এটি ব্যর্থ হতো তাহলে ১৮০ কোটি এবং বিশ্বজুড়ে ৩০০ কোটি রুপি আয় করত না। চেষ্টা করব যেন আমার পরের সিনেমাটিও এই আখ্যা পায়।’ রেস ফ্র্যাঞ্চাইজির সিনেমায় এবারই প্রথম অভিনয় করেন সালমান খান। এতে আরো অভিনয় করেন-অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রমেশ তাওরানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App