×

আন্তর্জাতিক

প্রধান পরমাণু কেন্দ্র বন্ধের প্রতিশ্রুতি কিমের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪১ পিএম

প্রধান পরমাণু কেন্দ্র বন্ধের প্রতিশ্রুতি কিমের
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের প্রধান পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও উৎক্ষেপণ কেন্দ্র বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইন এই তথ্য জানান। খবর বিবিসির। বুধবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ দুই নেতার বৈঠক পর ‘পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হয়’ তারা। কোরীয় উপদ্বীপে সামরিক শান্তি স্থাপনে এটি ‘একটি ধাপ’ বলে উল্লেখ করেছেন কিম জং উন। স্থবির পারমাণবিক আলোচনাকে এগিয়ে নিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন সস্ত্রীক তিন দিনের সফরে মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পৌঁছান। কিম বলছেন, তিনি আশা করেন খুব শিগগির ‘সিউল সফর’ করবেন। উত্তর কোরিয়ার তিনিই প্রথম নেতা হবেন যিনি দক্ষিণ কোরিয়া সফরে যাবেন। এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণ। এর আগে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া এই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই বছরের শুরুতে বিস্তৃত শর্তে সম্মত হয়েছিল। পরে এতে স্থবিরতা দেখা দেয়। পিয়ংইয়ং এখন এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, তংচ্যাং-রি ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষা ও উৎক্ষেপণ কেন্দ্র স্থায়ীভাবে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে কিম জং উন। সংশ্লিষ্ট দেশের বিশেষজ্ঞদের সামনেই এই কেন্দ্রটি বন্ধ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App