×

খেলা

হংকংকে ২৮৬ রানের লক্ষ্য দিল ভারত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:০১ পিএম

হংকংকে ২৮৬ রানের লক্ষ্য দিল ভারত
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে ২৮৫ রানের পুঁজি পেয়েছে টিম ইন্ডিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আজ ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হংকংয়ের অধিনায়ক আনশুমান রাথ। ব্যাটি করতে নেমে দারুণ সূচনায় বড় পুঁজির ভীত তৈরি হয় ভারতের। বিরাট কোহলিকে ছাড়া এশিয়া কাপ খেলতে নেমে প্রথমেই সহজ প্রতিপক্ষককে পেয়েছে রোহিত শর্মার দল। শক্তিশালী ভারতের বিপক্ষে জিততে হলে এখন ২৮৬ রান করতে হবে হংকংকে। নিজেদের পরের ম্যাচে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভালো করতে হলে আজকের ম্যাচটি আত্মবিশ্বাসের জ্বালানী হতে পারে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। প্রতিপক্ষের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে আজ সর্বোচ্চ ইনিংস এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ১২০ বল খেলে ১৫ চার ও ২ ছক্কায় ১২৭ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান আসে আম্বাতি রাইডুর ব্যাট থেকে। এছাড়া দিনেশ কার্তিক ৩৩, কেদার যাদব ২৮ ও অধিনায়ক রোহিতের ২৩ রানে ভর করে ৭ উইকেটে ২৮৫ রান করে ভারত। এক সময় মনে হয়েছিল দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে দলীয় তিনশো ছাড়িয়ে যাবে ভারত। কিন্তু ধাওয়ানের আউটের পর ভারতে রানের গতি থেমে যায়। বল হাতে হংকংয়ের হয়ে কিঞ্চি খান ৩টি ও এহসান খান ২টি উইকেট পেয়েছেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন এহসান খান ও আইজাজ খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App