×

পুরনো খবর

মহাজোট-জোটে সম্ভাব্য প্রার্থী ডজনেরও বেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৫ পিএম

মহাজোট-জোটে সম্ভাব্য প্রার্থী ডজনেরও বেশি
কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসনে রয়েছেন প্রায় ২ লাখ ৪১ হাজার ভোটার । এর মধ্যে ৫০ হাজারেরও বেশি ভোটার চা শ্রমিক। চা বাগান অধ্যুষিত এ আসনটি আওয়ামী লীগের ভোটব্যাংক হিসেবেও পরিচিত। নির্বাচনে চা শ্রমিকদের ভোটই এখানে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আগামী নির্বাচনে ১৪ দলীয় মহাজোট এবং ২০ দলীয় জোটের মনোনয়ন পেতে মৌলভীবাজার-২ আসনে এক ডজনেরও বেশি প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগের ভোটব্যাংক হিসেবে পরিচিত মৌলভীবাজার-২ আসনটি ধরে রাখতে আগামী নির্বাচনে একজন যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তৃণমূল নেতারা জোর দাবি জানিয়েছেন। তা না হলে আসনটি ২০ দলীয় জোটের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে অনেকেই মন্তব্য করছেন। জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। মহাজোটের স্বার্থে জোটের শরিক হিসেবে জাতীয় পার্টিকে আসনটি ছাড় দেয়া হয়। সংসদীয় এ আসনে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের মধ্যে রয়েছে বেশ কোন্দল। তাই এখানে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন চাইবেন। গত দুবারের মতো আসন্ন নির্বাচনেও এ আসনে মহাজোটের প্রার্থিতা নিশ্চিত করতে চায় জাতীয় পার্টি। তবে আওয়ামী লীগের স্থানীয় নেতারা এবার জেলার গুরুত্বপূর্ণ এ আসনটি ছাড় দিতে রাজি নন। এদিকে বিএনপিতেও রয়েছে কোন্দল। তাই প্রার্থিতার তালিকায় রয়েছেন শক্তিশালী দুই নেতা। আওয়ামী লীগ থেকে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে গত নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি আব্দুুল মতিন দলীয় মনোনয়ন চাইবেন। সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন এবং প্রচারণাও চালাচ্ছেন। এ ছাড়াও সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। সুলতান মনসুর সাংবাদিকদের জানান, দলের মনোনয়ন পেলেই তিনি নির্বাচন করবেন। অন্যদিকে বিগত দুই টার্মে তিনি নির্বাচন না করলেও কুলাউয়ার সুলতান মনসুরের জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে। কয়েক বছর আগে সুলতান মনসুর তার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করলে সেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। অনেকে মনে করেন, এলাকায় সুলতান মনসুরের যে জনপ্রিয়তা রয়েছে স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি বিজয়ী হবেন। এ ছাড়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়ার বাসিন্দা শফিউল আলম চৌধুরী নাদেল। এদিকে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম মনোনয়ন চাইতে পারেন বলে অনেকে অভিমত প্রকাশ করছেন। কামরুল ইসলাম সে লক্ষ্যে মাঠে কাজও করছেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম এবং সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য সম্পাদক সাংবাদিক কামাল হাসান ও আতাউর রহমান শামীমের নামও শোনা যাচ্ছে। এদিকে জাতীয় পার্টি থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান আবারো নির্বাচনে আসবেন বলে এলাকায় বেশ গুঞ্জন রয়েছে। আর বিগত সংসদ নির্বাচনে আলী আব্বাছ খান মনোনয়ন না চাইলে জাতীয় পার্টির মুহিবুল কাদির চৌধুরী পিন্টু মহাজোটের প্রার্থী হন। পিন্টু জানান, এবারো জাতীয় পার্টি থেকে তিনি মনোনয়ন চাইবেন এবং সে লক্ষ্যে এলাকায় কাজ করছেন। এ ছাড়াও জাতীয় পার্টির অপর নেতা কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম শামীমও মনোয়ন চাইবেন বলে জানান তার সমর্থকরা। অন্যদিকে দেশে-বিদেশে আলোচিত ঠিকানা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বিএনপি নেতা সাবেক এমপি এম এম শাহীন বিএনপি থেকে এ আসনে শক্তিশালী প্রার্থী। তিনি দলীয় নেতাকর্মী নিয়ে মাঠে কাজ করছেন। তিনি জানান, এবার দল তাকেই মনোনয়ন দেবে বলে তার দৃঢ় বিশ্বাস। তিনি দলীয় মনোনয়ন পেলে জয়ী হবেন বলে আশাবাদী। এ ছাড়া জেলা বিএনপির বর্তমান সহসভাপতি এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এডভোকেট এ এন এম আবেদ রাজাও নিজ দল থেকে মনোনয়ন চাইবেন। তিনি গত সংসদ নির্বাচনের পর থেকে দলীয় নেতাকর্মীকে নিয়ে মাঠে কাজ করছেন। বিএনপির বিভিন্ন দলীয় কর্মসূচিও পালন করছেন। তবে তার সঙ্গে বিএনপির সমর্থিত অপর নেতা সাবেক এমপি এম এম শাহীনও শক্ত অবস্থানে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App