×

জাতীয়

জোরালো হচ্ছে পুলিশের সাইবার মনিটরিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৭ পিএম

জোরালো হচ্ছে পুলিশের সাইবার মনিটরিং
অনলাইনকেন্দ্রিক জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম দমন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে সাইবার জগতে জোরালো হচ্ছে পুলিশের সাইবার মনিটরিং কার্যক্রম। এ লক্ষ্যে পুলিশের ফিল্ড ইউনিটসহ সব ইউনিটে সাইবার মনিটরিং ইউনিট গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতোমধ্যে এসব ইউনিট তাদের কার্যক্রম শুরু করেছে। পুলিশ সদর দপ্তর থেকে সার্বক্ষণিকভাবে সাইবার মনিটরিং টিমের কার্যক্রম তদারক করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে। সূত্র মতে, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী গুজব ছড়িয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি অব্যাহত পুলিশি অভিযানের মুখে জঙ্গিরা সংঘবদ্ধ হতে না পেরে ছদ্মবেশে নামে-বেনামে বিভিন্ন সামাজিক মাধ্যম, অনলাইন পোর্টাল ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ারও উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে নির্বাচনকে ঘিরে আইনশৃখলা পরিস্থিতির অবনতি বা অরাজকতা সৃষ্টির কোনো সুযোগ কাউকে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করে অথবা গুজব ছড়িয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে পুলিশ সুপারদের তৎপর ও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা ভোরের কাগজকে বলেন, অনলাইনকেন্দ্রিক জঙ্গি কার্যক্রম ও অন্যান্য অপরাধ দমন এবং সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের সাইবার পেট্রলিং জোরালো করা হয়েছে। ইতোমধ্যেই পুলিশের ফিল্ড ইউনিটসহ সব ইউনিটকে সাইবার মনিটরিং ইউনিট গঠন করা হয়েছে। ইউনিটগুলো এরই মধ্যে কাজ শুরু করেছে। আর যেসব ইউনিটে আগে থেকেই সাইবার মনিটরিং টিম ছিল সেগুলোকে আরো শক্তিশালী ও সুসজ্জিত করে জোরালোভাবে সাইবার মনিটরিং কার্যক্রম চালানোর নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কেউ যাতে অনলাইনকেন্দ্রিক বিভিন্ন সাইড, পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়াতে না পারে সে জন্য পুলিশের সব সাইবার মনিটরিং ইউনিট জোরালোভাবে কাজ করছে। সদর দপ্তর থেকে আমরা দেশব্যাপী এই কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছি। আশা করছি, আগামী দিনগুলোতে সাফল্যের সঙ্গে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো। অপর এক প্রশ্নের জবাবে এআইজি মো. সোহেল রানা বলেন, অনলাইনে গুজব ছড়ানো থেকে শুরু করে অনলাইনকেন্দ্রিক যেসব অপরাধ আছে এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত আছে, তাদের অ্যাকাউন্টগুলো আমরা ইতোমধ্যে শনাক্ত করেছি। অনলাইনে যেসব অ্যাকাউন্ট, সাইড, পেজ ও চ্যানেল ব্যবহার করে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর তালিকা তৈরি করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে যেসব ফেসবুক অ্যাকাউন্ট, অনলাইন পোর্টাল রাষ্ট্র ও সরকারবিরোধী গুজব ছড়িয়ে সহিংতাকে উসকে দিয়েছে, সেগুলোকে শনাক্তের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App