×

জাতীয়

জুয়েলের স্বপ্নের ‘মোহিনী তাজ’দেখতে দর্শনার্থীর ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৬ পিএম

জুয়েলের স্বপ্নের ‘মোহিনী তাজ’দেখতে দর্শনার্থীর ভিড়
জেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামের চিকিৎসক ফিরোজ জামান জুয়েল স্বপ্ন পূরণে নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন এক স্থাপত্যশৈলী। এর নাম দিয়েছেন ‘মোহিনী তাজ’। মোহিনী শব্দের অর্থ আকর্ষণীয়, মোহমীয়, আবেদনপূর্ণ, মমতাময়ী। আর তাজ অর্থ সেরা, শীর্ষতম বা সর্বগুণে গুণান্বিত। গত বছরের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এটি। অবসর সময় কাটানোর জন্য ও দৃষ্টিনন্দিত ‘মোহিনী তাজ’ দেখার জন্য প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় জমান সেখানে। স্থাপত্যটি মোট ১৩টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। সূর্য, চাঁদ, তারার আদলে এর নকশা করা হয়েছে। এখানে আরো আছে কমিউনিটি সেন্টার, শিশুদের পার্ক, পিকনিক স্পট। ফিরোজ জামান জুয়েল ও তার স্ত্রী জেসমিন রহিম চিকিৎসক। ফিরোজ জামান জুয়েল সহধর্মিণী জেসমিন রহিম জানান, তার স্বপ্নের স্থাপত্য তৈরির ক্ষেত্রে সব সময় পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছি। ড. জুয়েল বলেন, মোহিনী তাজ দূর থেকে দেখে মনে হবে একটা তিনতলা বাসা। কিন্তু এটি একটা ভাস্কর্য শিল্প। এর কারুকার্যের মাধ্যমে তুলে ধরেছেন তার জীবনদর্শন। এক রাতে তিনি স্বপ্নে এরকম একটি স্থাপত্য দেখেছিলেন। পরে এটি নির্মাণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App