×

খেলা

খোশ মেজাজে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৫ পিএম

খোশ মেজাজে টাইগাররা
এবারের এশিয়া কাপে শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে বাংলাদেশের ভাগ্যে, সেটা এখনই বলে দেয়া কঠিন। খুব ভালো ক্রিকেটবোদ্ধারাও হয়তো এ ব্যাপারে কথা বলার মতো দুঃসাহস করবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতেছে ১৩৭ রানের বড় ব্যবধানে। তবে স্কোর লাইন দেখেই এ ম্যাচের মাহাত্ম্য বোঝা সম্ভব নয়। কেননা শেষ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ সহজে জিতলেও এ ম্যাচের শুরুটা অবশ্য দুঃস্বপ্নের মতোই হয়েছে টাইগারদের। স্কোর লাইনে ১ রান যোগ হতেই ২ উইকেট হারিয়েছিল কোচ স্টিভ রোডসের দল। সে সঙ্গে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালও। তাই এ ম্যাচটি মাশরাফিরা জিতবে, এমন স্বপ্ন হয়তো শুরুতে কেউই দেখেনি। শেষ পর্যন্ত টাইগাররা যে ম্যাচটিতে বড় ব্যবধানের জয় পেয়েছে তার পেছনের সবচেয়ে বড় অবদান দুজনের। একজন মুশফিকুর রহিম ও অপরজন তামিম ইকবাল। মুশফিক যে ম্যাচ জয়ের নায়ক, তাতে কারো আপত্তি থাকার কথা নয়। ধ্বংসস্ত‚প থেকে টাইগাররা যে জয় পেয়েছে তার পেছনে সবচেয়ে বড় অবদান মুশফিকের ১৪৪ রানের মহাকাব্যিক ইনিংসটির। অথচ পাঁজরে চিড় ধরার কারণে এ ম্যাচটিতে খেলারই কথা ছিল না তার। কিন্তু পাঁজরে চিড় ধরলেও মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত মুশফিকুর রহিমের আত্মবিশ^াসে যে চিড় ধরেনি। তাই তো ইনজুরি নিয়েই এমন দর্দান্ত একটি ইনিংস খেলতে পেরেছেন তিনি। গত ১২ সেপ্টেম্বর উইকেটকিপিং অনুশীলন করতে গিয়ে চোট পান মুশফিক। কিন্তু চোটটা এমন এক জায়গায় যেখানে ইনজেকশনও দেয়া যায় না, আবার ব্যান্ডেজও করা যায় না। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে মুশফিককে নামতে হয়েছে ব্যথানাশক ওষুধ খেয়ে। পরের ম্যাচের জন্য নিজেকে ফিট রাখতে এখনো ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে তাকে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার। সে হিসেবে মাঝখানে কয়েকদিনের বিশ্রাম পেয়েছেন মাশরাফিরা। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানের জয় পাওয়ায় সুপার ফোরে উঠাটা অনেকটাই নিশ্চিত। তাই গতকাল সারাটা দিন ছুটির আমেজেই কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা। পাঁজরের ব্যথা থাকলেও সতীর্থদের সঙ্গে ঘুরে বেড়ানোর আনন্দটা মিস করেননি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয়ের নায়ক মুশফিকুর রহিম। অ্যাঞ্জেলো ম্যাথুসদের বিপক্ষে জয় পাওয়াটাকে কঠোর পরিশ্রমের ফল হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, এমন জয়ের পর কিছুটা মুহূর্ত খোশ মেজাজে কাটানোই যায়। তবে ছুটি কাটালেও আমাদের মনোযোগ পরের ম্যাচের দিকে। এ সময় মুশফিকের পাশে বেশ খানিকক্ষণ দুষ্টুমি করে কাটান মাশরাফি। তাতে অবশ্য রাগ করেননি মুশফিক। এক পর্যায়ে বেশ ভালোই জমে উঠেছিল মাশরাফি-মুশফিকের খুনসুটি। তখন তাদের পাশে ছিলেন মিরাজ ও মিঠুন। এদিন দুবাই শপিং মল থেকে শুরু করে শহরের বেশ কয়েকটি প্রসিদ্ধ স্থানে ঘুরে বেড়িয়েছেন মাশরাফিরা। মুহূর্তগুলো খোশ মেজাজে কাটালেও টাইগার ক্রিকেটারদের মনে যে দুশ্চিন্তা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আর এ দুশ্চিন্তার প্রধান কারণ তামিমের ইনজুরি। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের শুরুতেই লাকমালের বলে পুল করতে গিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তামিম ইকবালকে। ইনজুরির কারণে এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পারবেন না দেশসেরা এই ওপেনার। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে চোটগ্রস্ত আঙুল নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তামিম। এমন সাহসী সিদ্ধান্তের জন্য সবাই মেতে আছেন তার প্রশংসায়। মোস্তাফিজের আউটের পর মুশফিককে সঙ্গ দিতে তামিমের ক্রিজে ছুটে আসার নেপথ্যের গল্প ইতোমধ্যে সবারই জানা। গতকাল তামিম কথা বলেছেন চোটগ্রস্ত আঙুল নিয়ে ব্যাট করার মুহূর্তে নিজের অনুভ‚তি কেমন ছিল তা নিয়ে। এ বিষয়ে তিনি বলেন, লাকমাল যখন বল নিয়ে এগিয়ে আসছিল তখন ভেতরে খুব সাহস পাচ্ছিলাম। আমাকে সাহস জোগচ্ছিল গ্যালারিতে উপস্থিত টাইগার সমর্থকদের উল্লাস। জীবনে এমন অভিজ্ঞতা আগে হয়নি। সত্যি বলতে, ওই সময় আউট হওয়ার চিন্তা আমার মাথায় ছিল না। আমার শুধু দল ও দেশের কথাই মনে হচ্ছিল। এশিয়া কাপে এবারের আসরে আর খেলতে পারবেন না তামিম। দেশসেরা ওপেনারের মনে এখন সেটি নিয়েই যত কষ্ট। বৃহস্পতিবার টাইগাররা আফগানিস্তানের মোকাবেলা করবে। শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিমধ্যে সুপার ফোরের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। আফগানদের হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে যাবে মাশরাফিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App