×

জাতীয়

কাঁঠালিয়ায় ব্রিজ আছে রাস্তা নেই জনগণের চরম দুর্ভোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪০ পিএম

কাঁঠালিয়ায় ব্রিজ আছে রাস্তা নেই জনগণের চরম দুর্ভোগ
কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া বাজার সংলগ্ন খালের ওপরে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলেও ৪ বছরেও এপ্রোচ সড়কের কাজ শেষ হয়নি। ফলে হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, ২০১৪ সালে ঝালকাঠি ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান তারাবুনিয়া বাজার সংলগ্ন খালের ওপর প্রায় ১২ কোটি টাকায় এলজিইডি কর্তৃক ৯০ মিটার গার্ডার ব্রিজ নির্মাণের দায়িত্ব পায়। পরে রাজাপুরের মজিবার মৃধা নামের এক ঠিকাদার এ ব্রিজটির নির্মাণ কাজ শুরু করেন। মূল ব্রিজটি নির্মাণ কাজ শেষ করার পরই এপ্রোচের রিটেনার ওয়ালে ফাটল ধরে। গত ৪ বছরেও দুই পাড়ের এপ্রোচ (ঢাল) ও সংযোগ রাস্তা না করায় তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, তারাবুনিয়া বাজার, তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, তারাবুনিয়া ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি মাদ্রাসার শিক্ষার্থী ও ওই গ্রামের হাজার হাজার নারী-পুরুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হচ্ছেন। আর এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ ব্যাপারে নির্মাণাধীন ঠিকাদার মজিবার মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান দুপাড়ের এপ্রোচের রাস্তা করার দায়িত্ব আমাদের না, যারা রাস্তা নির্মাণের দায়িত্ব পেয়েছেন তারাই করবেন। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শিশির দাস জানান, ২০১৪ সালে তারাবুনিয়া খালের ব্রিজটির কাজ শুরু হলেও এ ব্রিজটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। দুপাড়ের এপ্রোচ রাস্তা না করেই ঠিকাদাররা চলে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App