×

খেলা

সুপার ফোরের আশা বাঁচাতে শ্রীলঙ্কার প্রয়োজন ২৫০

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:০১ পিএম

সুপার ফোরের আশা বাঁচাতে শ্রীলঙ্কার প্রয়োজন ২৫০
এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। আবুধাবিতে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ভালো সূচনা এনে দেন মোহাম্মদ শাহজাদ ও ইহসানউল্লাহ। শাহজাদ ৪৭ বলে ৩৪ রান করে ফিরলে ভাঙে ৫৭ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে দলের স্কোর একশ পার করেন ইহসানউল্লাহ। তবে ১০৭ থেকে ১১০- ৩ রানের মধ্যে ইহসানউল্লাহ (৪৫) ও অধিনায়ক আসগর আফগানের (১) উইকেট হারায় আফগানিস্তান। এরপরই তারা ইনিংসের সেরা জুটিটা পায় রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদির সৌজন্যে। দুজনের ৮০ রানের জুটি ভাঙে রহমতের বিদায়ে। ৯০ বলে ৫ চারে রহমত করেন ইনিংস সর্বোচ্চ ৭২ রান। একটু পর হাসমতউল্লাহও ফিরে যান ৩৭ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় আফগানিস্তানের রানের গতি কমে যায়। ৪১ ওভারে ৩ উইকেটে ১৯০ থেকেও শেষ পর্যন্ত তাই ২৪৯ রানের বেশি করতে পারেনি তারা। রশিদ খান ৬ বলে করেন ১৩ রান। শেষ ওভারে তিনটিসহ ৫৫ রানে ৫ উইকেট নিয়েছেন থিসারা পেরেরা। ২০১২ সালের পর তার প্রথম পাঁচ উইকেট এটি। ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন আকিলা ধনঞ্জয়া। লাসিথ মালিঙ্গা ১০ ওভারে দিয়েছেন ৬৬ রান, উইকেট পেয়েছেন একটি। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে একরকম বিধ্বস্ত হয় শ্রীলঙ্কা। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন ১২৪ রানে অলআউট হয়ে ম্যাচে হারে ১৩৭ রানের বিশাল ব্যবধানে। আজ হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে তাদের, জিতলে টিকে থাকবে সুপার ফোরের আশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App