×

খেলা

সবার মুখে তামিম বন্দনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫১ পিএম

সবার মুখে তামিম বন্দনা
বাংলাদেশের ইনিংসে তখন ৪৭তম ওভারের খেলা চলছে। ওভারটির পঞ্চম বলে মোস্তাফিজ রানআউট হলে নবম উইকেটের পতন ঘটে টাইগারদের। দলের স্কোরলাইনে তখন সংগ্রহ হয়েছে ২২৯ রান। সবাই ভেবেছিলেন এখানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। লঙ্কান ক্রিকেটাররাও মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ক্রিজের দিকে এগোতে থাকেন তামিম ইকবাল। যে তামিম ইনিংসের ওপেন করতে নেমে দ্বিতীয় ওভারে লাকমালের বলে পুল করতে গিয়ে আঙুলে মারাত্মকভাবে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন এবং ম্যাচ চলাকালেই ডাক্তার জানিয়ে দিয়েছেন তার এশিয়া কাপ শেষ। সেই তামিমকে হাতে ব্যান্ডেজ জড়িয়ে ব্যাট নিয়ে ক্রিজের দিকে এগোতে দেখে বিস্মিত হন সবাই। এমনকি তখন ক্রিজে থাকা মুশফিকুর রহিমও বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তামিম ইকবালের দিকে। ডাক্তারের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে দলের প্রয়োজনে ভাঙা আঙুল নিয়ে ব্যাট করতে নামার যে সাহস তামিম দেখিয়েছেন তা প্রশংসা পাবে সেটিই স্বাভাবিক। এ জন্যই তো ম্যাচ শেষে মুশফিকুর রহিমের ১৪৪ রানের অসাধারণ ইনিংসকে ছাড়িয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ৪ বলে ২ রান নেয়া তামিম ইকবাল খান। সর্বত্রই এখন চলছে তামিম বন্দনা। ক্রিকেটে এমন নজির আগে কয়েকবার দেখা গেলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটিই প্রথম। তাই শ্রদ্ধার সঙ্গে সবাই উচ্চারণ করছেন তামিমের নাম। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাশরাফি বলেছেন, সবার উচিত তামিমকে মনে রাখা। তামিমের এই সাহস, দেশের জন্য নিজেকে উজার করে দেয়ার মানসিকতা এখন ক্রিকেট ইতিহাসের রূপকথাগুলোরই অংশ। এর পেছনের গল্পটা কী? সেটা জানার ব্যপারে কৌত‚হল সবার মনে। বিশেষ পরিস্থিতিতে তামিমকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটা দলেরই ছিল। তবে এই সিদ্ধান্তে অধিনায়ক মাশরাফির অনুপ্রেরণা ছিল সবচেয়ে বেশি। সিদ্ধান্ত ছিল নবম উইকেট পড়ার পর মুশফিক যদি স্ট্রাইকে থাকেন, তাহলে তামিম মাঠে ফিরবেন। আর মুশফিক যদি নন স্ট্রাইকে থাকেন তবে তামিম আর ব্যাট করতে নামবেন না। কিন্তু যখন মোস্তাফিজ আউট হয়েছেন তখন মুশফিক ছিলেন নন স্ট্রাইকে। তাই তামিমের মাঠে না নামারই কথা ছিল। তবে সবাইকে অবাক করে চোটগ্রস্ত আঙুল নিয়েই মাঠে নেমে আসেন তামিম। এরপর এক হাতে লাকমালের করা ৪৭তম ওভারের শেষ বলটি ঠেকিয়ে দেন। শেষ হয় ওভার। এর পরের কাজটা তো মুশফিকই করেছেন। তামিম মাঠে নামার পর বাংলাদেশের স্কোরে যোগ হয়েছে আরো ৩২ রান। আর এই ৩২ রানের কারণেই লড়াকু স্কোর দাঁড় করাতে পেরেছে টাইগাররা। তামিমের প্রশংসা করে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। সেখানে টাইগার অধিনায়ক লিখেছেন, অনুপ্রেরণার আরেক নাম তামিম ইকবাল। মাশরাফি আরো বলেছেন, বাঁ হাত ভেঙেছে, আর ডান হাতে জয় করেছো লাখো হৃদয়। তামিমের প্রশংসা করে ওই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ মুশফিক বলেছেন, তামিমকে ব্যাট করতে আসতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। সে যা করেছে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনন্য এক দৃষ্টান্ত। তামিমের প্রশংসা করে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছেন, তামিম দারুণ সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। টাইগার পেসার রুবেল হোসেন বলেছেন, অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল তামিম ভাই। শুধু সতীর্থরাই নয়, বিশ্ব মিডিয়াও মেতে উঠেছে তামিম বন্দনায়। ক্রিকেটের জনপ্রিয় সাইটগুলোতে প্রশংসা করা হয়েছে তামিমের সাহসের। এ ছাড়া টাইগার সমর্থকরা তো আছেনই। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সবাই তামিমের প্রতি নিজেদের সম্মান ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন। সত্যি বলতে, তামিম যখন চোটগ্রস্ত আঙুল নিয়ে ব্যাট করতে নেমেছেন, বাংলাদেশ তো তখনই ম্যাচটি জিতে গেছে। বাংলাদেশ দলের চিকিৎসকের বরাতে জানা যায়, ইনজুরির কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে মারকুটে ওপেনার তামিম ইকবালকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App