×

আন্তর্জাতিক

ব্রিটেনের সালিসবুরি শহরে‘বিষাক্ত গ্যাস’ হামলায় আহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ এএম

ব্রিটেনের সালিসবুরি শহরে‘বিষাক্ত গ্যাস’ হামলায় আহত ২
ব্রিটেনের সালিসবুরি শহরের একটি রেস্টুরেন্টে ‘বিষাক্ত গ্যাস’ হামলায় দুইজন আহত হয়েছে। রোববার প্রেজ্জো নামক রেস্টুরেন্টে খাওয়ার সময় এ ঘটনা ঘটে। ইতিপূর্বেও সালিসবুরি শহরে রাশিয়ার সাবেক গুপ্তচর সার্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর বিষাক্ত গ্যাস হামলা হয়েছিল। স্কাই নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, আহতদের একজন নারী ও একজন পুরুষ। এদের একজন রাশিয়ার নাগরিক। উইল্টশায়ারের পুলিশ বলছে, সর্বশেষ ঘটনায় নার্ভ এজেন্ট নভিচক ব্যবহার করা হয়েছে এমনটা বলা যাচ্ছে না, আবার এটি যে অপরাধী চক্রের কাণ্ড তাও স্পষ্ট নয়। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রেজ্জো রেস্টুরেন্ট থেকে খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। পূর্ব সতর্কতা হিসেবে রেস্টুরেন্ট ও আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে স্ক্রিপাল ও তার মেয়ের ওপর রাশিয়া নভিচক হামলা চালিয়েছে বলে ব্রিটেনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু রাশিয়া বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এই ইস্যুতে ব্রিটেনের পক্ষ নিয়ে আমেরিকা রাশিয়ার শতাধিক কূটনীতিককে বহিষ্কার করেছে। জবাবে একই পদক্ষেপ নিয়েছে রাশিয়াও

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App